নিয়ে নিন আমার দেখা এন্ড্রয়েড “Launcher” এর মধ্যে সেরা “Launcher” “Next Launcher 3D Shell Lite” (last version) সাথে apps গুলা Hide ও Lock করে রাখার সুবিধা, বাড়তি কোন সফটওয়্যার ছাড়াই।

বিসমিল্লাহির রাহমানির রাহিম, 

আসসালামু আলাইকুম ক্যামন আছেন সবাই ? আশাকরি ভাল আছেন, আমি ও ভাল আছি আপনাদের দোয়াতে। যাই হোক এবার চলুন আসল কথাই যাই।

 

আপনাদের একাক জনের কাছে একাক ধরনের Launcher ভাল লাগে, কিন্তু আমার কাসে এই পর্যন্ত সব চেয়ে বেশী ভাল লেগেছে "Next Launcher 3D Shell Lite" কারন এতে অনেক ধরনের সুবিধা আছে যা অন্য কোন লাঞ্চারে আমি পাইনি, যারা ব্যবহার করেন তারাই জানেন।

তবে সবচেয়ে বেশী কাজের যেটা সেটা হল নিজের বাক্তি গত সফটওয়্যার টি Hide করে রাখা যাই, শুধু Hide না সাথে Lock ও করে রাখা যাই, যার কারনে আলাদা করে বাড়তি সফটওয়্যার ব্যবহার করা লাগে না।

 

 

তাহলে চলুন দেখা যাক কি করে করবেন।

প্রথমে নিচের লিংক থেকে এই সফটওয়্যার টি নামিয়ে নিনঃ 

Next Launcher 3D Shell Lite.apk

অথবা

Next Launcher 3D Shell Lite.apk

 

এবার সফটওয়্যার টি ইন্সটল করে ওপেন করুন, তারপর মেনুতে গেলে নিচের ফটোর মতো ডান পাশে এরকম দেখতে পারবেন।

ওই লাল মার্ক করা জাইগাই ক্লিক করলে নিচের ফটোর মতো আসবে। তখন লাল মার্ক করা চোখে ক্লিক করুন। 

 

ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হওয়ার পর লাল মারকরা ওখানে ক্লিক করে আপনার পছন্দ মতো সফটওয়্যার অ্যাড করুন। 

 

অ্যাড করার পর নিচের ফটোর মতো তালাতে ক্লিক করুন। 

 

তালাতে ক্লিক করার পর এরকম আসবে তখন আপনার ইচ্ছা মতো মেইল দিন তারপর OK বাটন ক্লিক করুন।

 

OK ক্লিক করার পর আপনার পছন্দ মতো "Pattern " দিন, তারপর "Next" বাটনে ক্লিক করুন। 

 

ব্যাস কাজ শেষ এবার যদি ও কেউ জানে যে, ওখানে ফাইল "Hide" করে রাখা তারপর ও লক ছার খুলতে পারবে না। নিচের ফটোর মতো দেখাবে।

 

এছার আরও অনেক ফিচার আছে এই "Launcher" এর ভিতরে ব্যবহার করলেই বুঝতে পারবেন।

 

 

আরও দারুন দারুন সফটওয়্যার পেতে এই লিংকে একটিভ থাকতে পারনেঃ

লাইফ ইজ টেকনোলজি

life

 

নিচে আরও টিউনের লিংক দিয়ে দিলাম, অস্থির পারভেজ না হলে নিচের লিংক গুলা দেখে নিবেঃ

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস