আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম “Flag Mobile Quiz Game” এন্ড্রয়েড মোবাইল অ্যাপটি। এর মাধ্যমে আপনারা কুইজের পৃথিবীর বিভিন্ন দেশের ফ্ল্যাগ সম্পর্কে জানতে এবং শিখতে পারবেন।
ফ্ল্যাগ তো দুরে থাক অনেক দেশ আছে যে আমরা অনেক দেশের নাম ও শুনিনি। "Flag Mobile Quiz Game" প্রতিদিন ব্যবহারের মাধ্যমে আপনার ফ্ল্যাগ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পাবে, এতে শিক্ষার্থীরা ও প্রাকটিস করে তাদের জেনারেল নলেজ বাড়াতে পারবে।
এতে প্রতিবার ১০টি করে প্রশ্ন থাকবে এবং সঠিক উত্তর এবং ভুল উত্তরের জন্য আপনার সঠিক উত্তরের পারশেন্টেজ দেওয়া হবে।
আপনি পৃথিবীর কতটি দেশের ফ্ল্যাগের নাম জানেন ?
আপনি প্রতিদিন “Flag Mobile Quiz Game” এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের ফ্ল্যাগের নাম জানতে এবং শিখতে পারবেন।
* “Flag Mobile Quiz Game এ রয়েছে পৃথিবীর ২০০ টির ও বেশী দেশের ফ্ল্যাগের কুইজ
* “Flag Mobile Quiz Game এ সঠিক উত্তর কতটি দেখোবে (যেমন ৩-৬-৯ টি) অপশন পরিবর্তন করার সুবিধা
* “Flag Mobile Quiz Game এ আপনি কোন মহাদেশের ফ্ল্যাগের কুইজ এর দিবেন তা সিলেক্ট করার সুবিধা যেমন :
ওশেনিয়া,
আফ্রিকা,
ইউরোপ,
এশিয়া,
উত্তর আমেরিকা,
দক্ষিণ আমেরিকা
আপনার উত্তরটি এবং স্কোর আপনার বন্ধুর সাথে কম্পেয়ার করুন ---
* আপডেট : ১৪ অক্টোবর ২০১৫
* সাইজ : ৫.৪৭ মেগাবাইট
* কারেন্ট ভার্সন : ১.০
* রিকয়ার এন্ড্রয়েড : ২.৩.৩+
QR CODE
আমি শাহীন জাইয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।