আগে যাদের গান শুনলে কাক আসতো, এখন থেকে তাদের গান শুনে ককিল আসবে। মানে গান করবেন আপনি আর সুর করবে মোবাইল।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম, ক্যামন আছেন সবাই ? আশা করি ভাল আছেন আমি ও আপনাদের দোয়াতে ভাল আছি। এবার চলুন আসল প্রসঙ্গে জাওয়া যাক।

 

আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের গানের গলা আছে কিন্তু শুর নেই, যার কারনে দেখা যাই, অনেক সময় কাক ছারা আসেপাশে আর কাউকে দেখা জাইনা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি এন্ড্রয়েড সফটওয়্যার যার মাধ্যমে আপনি নিজের মতো করে বেসুরে ইচ্ছা মত গান গাইবেন, কিন্তু মোবাইল আপনার বেসুরা কে সুর করে দিবে, এবার শুধু কাক না কাকের সাথে কাকি ও থাকবে, বিশ্বাস না হলে একবার চেষ্টা করে দেখতে পারেন। বলাতো যাই কাকের বদলে কোকিল ও চলে আসতে পারে।

কিকরে করবেন চলুন দেখা জাকঃ

 

প্রথমে নিচের লিংকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিনঃ

Karaoke Mode.apk

ডাউনলোড

 

এবার নিচর ধাপ ধাপ ফটো গুলা দেখুনঃ

আশা করি ভাল করেই বুঝতে পেরেছেন, তাহলে শুরু করে দিন কোকিল ডাকা।

 

 

দারুন দারুন এপস পেতে এই লিংকে একটিভ থাকতে পারেনঃ

লাইফ ইজ টেকনোলজি

life

 

আর নিচে অন্য টিউনের লিংক দিয়ে দিলাম, পারলে দেখে নিয়েনঃ 

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাউনলোড লিংক কি দিলেন ডাউনলোড তো হয় না।ভালো সাইডে আপলোড দিন
https://nerzoomraz.wordpress.com/