আসসালামু আলাইকুম, ক্যামন আছেন সবাই ? আশা করি ভাল আছেন আমি ও আপনাদের দোয়াতে ভাল আছি। এবার চলুন আসল প্রসঙ্গে জাওয়া যাক।
আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের গানের গলা আছে কিন্তু শুর নেই, যার কারনে দেখা যাই, অনেক সময় কাক ছারা আসেপাশে আর কাউকে দেখা জাইনা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি এন্ড্রয়েড সফটওয়্যার যার মাধ্যমে আপনি নিজের মতো করে বেসুরে ইচ্ছা মত গান গাইবেন, কিন্তু মোবাইল আপনার বেসুরা কে সুর করে দিবে, এবার শুধু কাক না কাকের সাথে কাকি ও থাকবে, বিশ্বাস না হলে একবার চেষ্টা করে দেখতে পারেন। বলাতো যাই কাকের বদলে কোকিল ও চলে আসতে পারে।
প্রথমে নিচের লিংকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিনঃ
এবার নিচর ধাপ ধাপ ফটো গুলা দেখুনঃ
আশা করি ভাল করেই বুঝতে পেরেছেন, তাহলে শুরু করে দিন কোকিল ডাকা।
আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ডাউনলোড লিংক কি দিলেন ডাউনলোড তো হয় না।ভালো সাইডে আপলোড দিন
https://nerzoomraz.wordpress.com/