আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই?আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় ভালই আছি।আজ আপনাদের সাথে খুব পরিচিত এবং বেশ জনপ্রিয় একটি অ্যাপ Blackmart এর লেটেস্ট ভার্সন নিয়ে এসেছি যার মাধ্যমে আগের চেয়ে দ্রুত গতিতে প্লেস্টোরের পেইড অ্যাপ যেগুলো ডলার দিয়ে কিনতে হয় সেগুলো ফ্রীতে ডাউনলোড করতে পারবেন।প্লেস্টোরের প্রায় সব ক্যাটাগরির ই গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় অ্যাপ গুলোতে ডলার যোগ করা তহহাকে অর্থাৎ সেগুলো ডাউনলোড করতে হলে উল্লেখিত ডলার পরিশোধ করতে হববে আবার এই ডলার পরিশোধ করতে আবার পেপাল, মাস্টারকার্ড অ্যাকাউন্ট থাকতে হয় যেগুলো বাংলাদেশে এভেইলেবল না তাই সেসব অ্যাপ ডাউনলোড করার জন্য আমাদের এই বিকল্প পথ অবলম্বন করতে হয়!
.
প্লেস্টোরের পেইড অ্যাপ গুলো ফ্রীতে ডাউনলোড করার অনেক অ্যাপ থাকলেও বেস্ট এবং ইউজার রেস্পন্স কিন্তু এই Blackmart এর ই বেশী।আমরা ও সাধারণত এটাই ব্যবহার করে থাকি।এই অ্যাপ নিয়ে নতুন করে কিছু বলার নেই।যাদের কাছে Balckmart এর লেটেস্ট ভার্সন সংগ্রহে নেই তারা এখান থেকে সংগ্রহ করে নিন।
ডাউনলোড করতে UC MINI BROWSER দিয়ে লিংকে গিয়ে Download Now এ ক্লিক করবেন।অন্য পেজ এলে ব্যাক করে আবার Download Now তেই ক্লিক করবেন দেন Click Here এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।
ধন্যবাদ সবাইকে।টিউন টি ভালোলাগলে শেয়ার করে দিন।আপনাদের একটি ভাল টিউমেন্ট বা একটি শেয়ার আমাদের কয়েকটি ভাল মানের টিউন করতে উৎসাহ যোগায়।আআমাদের সাথেই থাকুন।আজকের মত এখানেই বিদায়।আলবিদা।
আমি আশিকুর রহমান খান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 78 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুব সাধারণ একজন মানুষ।আমি ছাত্র তাই নতুন ভাল কিছু শেখার প্রতি খুব ই ঝোঁক।নিজে যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার মাঝে অবর্ণনীয় সুখ পাই।
এটাতে কি সব অ্যাপ পাওয়া যায়?