আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।
আমার এই টিউন আগেও একবার করেছিলাম কিন্তু এবার দিলাম নতুন ভার্সন -তবে কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
অ্যাপটি আরো আগেই পাবলিস করার ইচ্ছা ছিল কিন্তু সময়ের সল্পতার কারণে টিউন করা হয়ে উঠেনি। আজ হঠাৎ করে সময় পেলাম তাই দেরি না করে এই টেকটিউনে টিউন করে ফেললাম।
বক বক না করে মুল কথাতে আসা যাক-
আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর সফট্ওয়ার- এর
সাথে পরিচয় করিয়ে দেব।
সফটয়ার টির নাম হচছেঃ বাংলা টকিং ব্যাটারি pro
আগে এই অ্যাপ টি ছিল ইংরেজিতে।
এবার অ্যাপটি করা হল খাঁটি বাংলাতে। অ্যাপ এর ভিতরের অপসন গুলাও
করা হয়েছে বাংলাতে। আমার জানা মতে আমিই সর্ব প্রথম এই অ্যাপ
বাংলাতে তৈরি করছি।
আপনি এন্ডুইড ফোনে এই অ্যাপ ব্যবহার করে যা পাবেনঃ
★আপনার মোবাইল চার্যে দিলে বলে দিবে "মোবাইলে চার্য হচ্ছে"
★মোবাইলে চার্য 15% এর নিচে নেমে গেলে বলবে
"মোবাইলের চার্য কম মোবাইল চার্যে দিন"
★আবার মোবাইল এর চার্য ফুল হলে বলবে "মোবাইলে চার্য সম্পূর্ন হয়ে গেছে চার্যার খুলে রাখুন"
★মোবাইল 80%,50%,30,15% চার্য হলে বলে দিবে
★মোবাইল এ usb বা কম্পিউটারেরর লাইন পেলে বলবে" usb সংযোগ চালু হয়েছে।
★ মোবাইল এ usb বা কম্পিউটারেরর লাইন খুলে গেলে বলবে" usb সংযোগ বন্ধ।
★মোবাইলের চার্যার লাইন খুলে গেলে বলবে
"মোবাইলে চার্য হচ্ছেনা"
এ কথাগুলো বলবে সম্পূর্ণ বাংলা ভাষাতে।
অ্যাপটি pro ভার্সন তাই সব সুবিধাই পাবেন। আর অ্যাপটি আপডেট চাইলে কখনই আপডেট দিবেন না।
তাই আর দেরি না করে এখনি নিচ থেকে ডাউনালোড করে নিনঃ
ডাউনলোড Bangla talking battery pro
SIZE: 4MB
নিচে অ্যাপ এর কিছু স্কিনসট দেখে নিনঃ
এই টিউন বিষয়ে মতামত জানাতে ভুলবেন না কিন্তু
আমি Masum Billa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
chorom aps