আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের সফটওয়্যার গুলি আপডেট দিন ৫গুন কম ডাটা খরচ করে।। ২০ এমবির সফটওয়্যারকে মাত্র ২ এমবি খরচ করে আপডেট দিন। সেই রকম ডাটাখোর গুগল প্লে মামাকে বাদ দিন

>>>>>>>>>>>>>>বিসমিল্লাহির রাহমানির রাহিম<<<<<<<<<<<<<

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ?? আজ আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো যা আপনাদের সবার অবশ্যই জানা দরকার।। কিছুদিন ধরে আমি একটা সমস্যা নিয়ে খুব সমস্যায় ছিলাম গুগল প্লে থেকে সফটওয়্যার ডাউনলোড করার ১০ থেকে ২০ দিন পরেই আবার আপডেট দিতে হত। কিন্তু আপডেট দেব ভাল কথা তাতে যে সিস্টেমটা ওই সফটওয়্যারে আপডেট করা হইছে সেটা আপডেট হলেই তো হবার কথা কিন্তু দেখা যায় যে পুরো সফটওয়্যারটি নতুন করে আবার গুগল প্লে মামা ডাউনলোড নিচ্ছে। এই বিষয়টা কোন ভাবেই মেনে নিতে পারচিলাম না। সমাধান এর জন্য নানা ব্যাকুল হয়ে উঠলাম অবশেষে পেলাম।।

এই সমস্যার সমাধান পেতে আপনার দরকার হবে গুগল প্লে এর বিপরীত 9 Apps ডাউনলোড স্টোর। এটি মাত্র ৯০০ কেবি। এটা ব্যবহার করে আপনি গুগল প্লে এর মত যেকোনো সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। আর যেকোনো সফটওয়্যার আপডেট দরকার হলে আপনার নোটিফিকেশান এ আপডেট popup দেখতে পাবেন কত এমবি ডাটা সেইভ হবে সেটা সহ।। নিচে স্ক্রীনশট দেখে নিন।।

9 Apps

স্ক্রীনশটে দেখে নিন কত কম এমবি খরচ করে আপডেট দিতে পারবেন।।

 

সফটওয়্যার সাইজ  : ৯৯৬ কেবি 

সরাসরি ডাউনলোড করুন এখান থেকে

পিসির জন্য আগের গুরুত্বপূর্ণ টিউনগুলি যারা মিস করছেন তারা এখান থেকে দেখে নিন।।

অ্যান্ড্রয়েড এর জন্য আগের গুরুত্বপূর্ণ টিউনগুলি যারা মিস করছেন তারা এখান থেকে দেখে নিন।।

কিছু বলার ছিল আপনাদের

  • এই টিউন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে বা টিউনটি আপনাদের কাছে কেমন লাগলো তা টিউনমেণ্টে জানাতে ভুলবেন না কিন্তু।। আমি আপনাদের টিউনমেণ্টের অপেক্ষায় থাকলাম
  • আপনাদের যেকোনো মতামত আমাকে ভাল মানের টিউন করতে উৎসাহিত করবে।। এই টিউনটিতে যদি কোনো ভুল  থাকে বা লিংকে কোন রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই তা ঠিক করে দেয়া হবে।।
  • আর একটি কথা "কপি পেস্ট বর্জন করুন কারন কপি পেস্ট আপনাকে কোনদিন একজন ভাল মানের টিউনার এর মর্যাদা দেবে না"।
  • সবাই টিটি পরিবারের সাথেই থাকবেন।। সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে আমার টিউনটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী টিউনে। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ।।
আমাকে ফেইসবুকে খুজে পেতে চাইলে এখানে ক্লিক করেন।
টেকটিউনসে আমার সব টিউন দেখতে এখানে ক্লিক করেন।

Level 0

আমি Rabby Khan। Accounts Executive, Akasbari Holidays, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

""I want to lead a simple & happy life......That`s it""


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সবই বুঝলাম। কিন্তু প্লেস্টোরে সবার আগে সকল অ্যান্ড্রয়েড অ্যাপের Latest Version রিলিজ করা হয়। কিন্তু 9Apps-এ একেবারে Latest Version পাওয়া যায়না। আমি এটা আগে ব্যবহার করতাম। তবে 9Apps থেকে Update দেওয়ার পরই প্লেস্টোর Update দেওয়ার জন্য নটিফিকেশন দিত।

প্লেস্টোর এর সাথে তুলনা না করাই ভাল

not work perfectly. show again update notification on Google play

অই চোর কি পোস্ট করলি? চান্দু