MX Player তো আমরা সবাই ব্যবহার করি। খুব ভালো বললে ভুল হবে,আমার মতে এটি অ্যান্ড্রয়েড ফোনের সেরা ভিডিও প্লেয়ার।
কিন্তু আমার মনে হয় বেশ কিছুদিন ধরে আমার মত অনেকেই একটা সমস্যার সম্মুখীন হয়েছেন। কিন্তু কোন সমাধান না পেয়ে আপডেট ভার্সন ব্যবহার না করে ব্যাকডেট ভার্সন ব্যবহার করেন।
MX Player-এ সব ভিডিও সাপোর্ট করে মানে সব গুলা এবং ফুল এইচডি। কিন্তু সব ভিডিও চললেও অডিও চলে না, কিছু ফুল এইচডি ভিডিওর। ওপেন করলে লেখা আসে {This audio format(AC3)is not supproted}.
তবে এবার নিয়ে নিন এই সমস্যার সমাধান custom codec (Neon v1.8.2.zip)…
এমনটি হয় শুধু মাত্র MX Player আপডেট ভার্সন ব্যবহার করলে। অনেকে এর সমাধান না পেয়ে MX Player ব্যাকডেট ভার্সন ব্যবহার করেন
তবে এবার দেখে নিন এর চিরস্থায়ী সমাধানঃ
৩/ তারপর Decoder এ ঢুকে একদম নিচে আসুন।
৪/ এখন Custom Codec গিয়ে Download করা জিপ ফাইলটি যে জায়গায় রেখেছেন সেই জায়গায় যান এবং জিপ ফাইলটি সিলেক্ট করে Use default codec এ প্রেস করুন।
৫/ এখন আপনার সামনে আরো একটি মেসেজ দেখাবে এরকম (Restarting application on reload codec) এবং এতে Ok চাপুন৷
কাজ শেষ এবং এখন আপনি যে কোন ভিডিও দেখুন ও কোন সমস্যা ছাড়াই স্পষ্ট শুনুন।
কোন সমস্যা হলে টিউমেন্টে জানাবেন।
আমি মোঃরায়হান শেখ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।