এইবার আপনার ফোনকে সাজান একটু অন্যভাবে,ফোনকে দিন প্রিমিয়াম লুক। [মিস করলেই মিস] [No Root]

এইবার আপনার ফোনকে সাজান একটু অন্যভাবে,ফোনকে দিন প্রিমিয়াম লুক। [মিস করলেই মিস] [No Root]

.

.

.

.

.

প্রথমে আমার সালাম নিবেন। সবাই কেমন আছেন?আশা করি সকলে ভালো আছেন,আজ নিয়ে এলাম চমৎকার একটি এপ,এর মাধ্যমে আপনি রুট ছাড়াই ফোনের লুক পরিবর্তন করতে পারবেন।এপটির নাম হলোঃ Zooper Widget Pro.নামের শেষে যেহেতু প্রো আছে,সেহেতু বুঝতেই পারছেন এটি একটি পেইড এপ।

এর মাধ্যমে আপনি আপনার Homescreen এ জটিল সব Widget add করতে পারবেন।নিচের ছবি দেখে নিন,তাইলেই মাথা নষ্ট হয়ে যাবে।

 

 

 

 

ছবিগুলো ভালো লেগে থাকলে আরো সব ফিচার হোমস্ক্রীনে যুক্ত করতে চাইলে নিচ থেকে পেইড ভার্সনটি ডাউনলোড করে ফেলুন।ডাউনলোড করার পর আপনার অনুভূতি জানাতে ভুলবেন না।

Zooper Widget Pro
Latest Version
Link: এখানে ক্লিক করুন

{ডাউনলোড করার জন্য "Download Now" এর নিচে টিক চিহ্ন তুলে দিয়ে "Download Now" ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্যকোন পেজে গেলে ব্যাক করে আসুন।আর অবশ্যই ফোনের ডিফল্ট ব্রাউজার বা "CM Browser/Dolphin Browser" ব্রাউজার ব্যবহার করবেন।Download Now না আসলে Refresh দিবেন.,Adblock Apps Off রাখুন}

.

.

.

.

 

আমার আগের প্রধান টিউনসমূহঃ

 

 

তো কেমন লাগলো আমার এই টিউনটি?আশা করি ভালো লেগেছে।ভালো লেগে থাকলে কিংবা মন্দ লেগে থাকলে সকল ভালো লাগা,মন্দ লাগা জানাতে ভুলবেন না।পরবর্তীতে কি নিয়ে টিউন করা যায় তা জানাতে ভুলবেন না।আপনার মূল্যবান সময় নষ্ট করে টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ,সবাই ভালো থাকবেন,আল্লাহ হাফেজ.

Level 0

আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস