Android ব্যবহারকারিরা নিয়ে নিন বাছাই করা 8 টি সফটওয়্যার যা আপনার ফোনকে করে তুলবে আরও স্মার্ট আরও আকর্ষণীও [Top 8 apps for your Android Device]

————————–—বিসমিল্লাহির রাহমানির রাহিম ————————–—

আশাকরি বাকিটা আল্লাহর ইচ্ছা। যাইহোক আজকের এই পর্বে আপনাদের আমি আমার কিছুপছন্দের কিছু সফটওয়্যার শেয়ার করবো যা আপনাদের অবশ্যই ভাল লাগবে আশা করি। চলুন দেখে নিন কি কি আপনাদের সাথে শেয়ার করবো।

হট টিউন

দোকানে ঔষধ কিনতে গিয়ে ঠকার আগে নিয়ে নিন আপনার Android ডিভাইসের জন্য ৬০০ কেবি খরচ করে এই সফটওয়্যারটি। এটি ব্যবহার করে আপনি বাংলাদেশের 33, 000+ ঔষধের খোঁজখবর নিতে পারবেন।

ডাউনলোড করে নিন দের ডজন+ ১৯ টি পোর্টেবল সফটওয়্যার। আপনার প্রয়োজনীয় সকল সফটওয়ারের পোর্টেবল ভার্সন। আমার পিসি থেকে বাছাই করা এবং আমার পছন্দের শীর্ষে থাকা সেরা কিছু সফটওয়্যার

নিয়ে নিন আপনার পিসির অতি প্রয়োজনিও ১৩ টি সফটওয়্যার। আমার পিসি থেকে বাছাই করা এবং আমার পছন্দের শীর্ষে থাকা সেরা কিছু সফটওয়্যার [পর্ব ৫] দেখে নিন আজকের কালেকশন, আশা করি আপনাদের সবার অবশ্যই ভালো লাগবে

 

Moon Reader Pro

আপনার ফোনে PDF  বই পরার মাত্রা বাড়িয়ে নিতে ডাউনলোড করে নিন এই পেইড অ্যাপ টি। এটা আপনাকে বই পরে শোনাবে

আপনার ফোনে Download করার জন্য UC Browser বা Default Browser ব্যবহার করুন

 

Cleaner Pro

আপনার স্মার্টফোনে নানা রকম জাঙ্ক ফাইল জমে আপনার ফোনকে স্লো করে ফেলে। জার ফলে আপনি আপনার ফোনের সঠিক Peformance উপভোগ করতে পারেন না। এই সফটওয়্যারটা ব্যবহার করলে আপনি আপনার ফোনের সব রকমের অপ্রয়োজনীয় ফাইল ক্লিন ও Manage করতে পারবেন। স্ক্রীনসট দেখলেই বুঝে যাবেন এটি আপনাদের কতটা দরকার।

Cleaner - Master Booster Pro ScreenshotCleaner - Master Booster Pro ScreenshotCleaner - Master Booster Pro Screenshot

Cleaner - Master Booster Pro ScreenshotCleaner - Master Booster Pro ScreenshotCleaner - Master Booster Pro Screenshot

আপনার ফোনে Download করার জন্য UC Browser বা Default Browser ব্যবহার করুন

 

Walkman

আমার জানা মতে এটার চেয়ে ভাল কোন মিউজিক প্লেয়ার হয়না। অসম্ভব সুন্দর যার সকল ইন্টারফেস অবশ্যই আপনার নজর কারবে। এটি মুলত Sony ফোনে ব্যবহার করা হয়। আমার খুবই পছন্দের একটি অ্যাপ। আমি sure হয়ে বলতে পারি এর চেয়ে ভাল কোন মিউজিক প্লেয়ার আপনি কোথাও পাবেন না

 photo Screenshot_2013-12-15-08-08-38_zps4a4bd0bb.png

আপনার ফোনে Download করার জন্য UC Browser বা Default Browser ব্যবহার করুন

 

BD TV Channels

এটি খুব ছোটো একটি সফটওয়্যার যা দিয়ে আপনি বাংলাদেশের সব কয়টি জনপ্রিয় টিভি চ্যানেল উপভোগ করতে পারবেন। এটিতে খুব কম মেগা কাটবে খুবই কম মাত্র ১ এমবি খরচ করে আপনি দুই মিনিট টিভি দেখতে পারবেন

আপনার ফোনে Download করার জন্য UC Browser বা Default Browser ব্যবহার করুন

 

Air Control

এটি ব্যবহার করলে আপনার ফোনের সব কন্ট্রোল আপনার সেন্সর এর সাহায্যে করতে পারবেন। যেমন মিউজিক প্লে, পরিবর্তন, Pause এছাড়াও আপনার গ্যালারি ইমেজ পরিবর্তন করতে পারবেন। এটি শুধুমাত্র আপনার ফোনে Proximiti Sensor  থাকলেই কাজ করবে।

আপনার ফোনে Download করার জন্য UC Browser বা Default Browser ব্যবহার করুন

 

Adway

আপনার ফোনে যত ফ্রী সফটওয়্যার আছে তার সকল অ্যাড ব্লক করতে নিয়ে নিন এই অ্যাপ টি। আজ থেকে আপনার ফোনে কোন অ্যাড শো করবে না।

আপনার ফোনে Download করার জন্য UC Browser বা Default Browser ব্যবহার করুন

 

Camera Assistant

এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি পিকচার থেকে খুব সহযেই কোন লেখা কপি করতে পারবেন। জাস্ট ছবি তুলবেন সফটওয়্যারটি দিয়ে স্কান করবেন কাজ শেষ এবার আপনার ছবি লেখায় রুপান্তর হয়ে যাবে। আভাবে আপনি আপনার মূল্যবান জিনিস খুব সহজেই সংরক্ষন করতে পারবেন।

আপনার ফোনে Download করার জন্য UC Browser বা Default Browser ব্যবহার করুন

 

Internet Booster

এটি আপনার ফোনের অতি গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। সাধারণত আমরা যখন নেট ব্যবহার করি তখন বিভিন্ন সফটওয়্যার নেট কানেক্ট করে আপনার মূল্যবান

এমবি খেয়ে নেয় যার ফলে আপনি আপনার সঠিক ইন্টারনেট স্প্রীড থেকে বঞ্চিত হন। এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে সফটওয়্যার টি ডাউনলোড করে শুধু  Boost এ ক্লিক করলেই হয়ে যাবে

আপনার ফোনে Download করার জন্য UC Browser বা Default Browser ব্যবহার করুন

 

পিসির জন্য আগের গুরুত্বপূর্ণ টিউনগুলি যারা মিস করছেন তারা এখান থেকে দেখে নিন।

অ্যান্ড্রয়েড এর জন্য আগের গুরুত্বপূর্ণ টিউনগুলি যারা মিস করছেন তারা এখান থেকে দেখে নিন।

 

 

কিছু বলার ছিল আপনাদের

  • এই টিউন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে বা টিউনটি আপনাদের কাছে কেমন লাগলো তা টিউনমেণ্টে জানাতে ভুলবেন না কিন্তু। আমি আপনাদের টিউনমেণ্টের অপেক্ষায় থাকলাম
  • আপনাদের যেকোনো মতামত আমাকে ভাল মানের টিউন করতে উৎসাহিত করবে। এই টিউনটিতে যদি কোনো ভুল  থাকে বা লিংকে কোন রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই তা ঠিক করে দেয়া হবে
  • আর একটি কথা "কপি পেস্ট বর্জন করুন কারন কপি পেস্ট আপনাকে কোনদিন একজন ভাল মানের টিউনার এর মর্যাদা দেবে না"।
  • সবাই টিটি পরিবারের সাথেই থাকবেন। সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে আমার টিউনটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী টিউনে। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ
আমাকে ফেইসবুকে খুঁজে পেতে চাইলে এখানে ক্লিক করেন।
টেকটিউনসে আমার সব টিউন দেখতে এখানে ক্লিক করেন।

Level 0

আমি Rabby Khan। Accounts Executive, Akasbari Holidays, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

""I want to lead a simple & happy life......That`s it""


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস