জেনে নিন আপনার হাটার গতি

আস্‌সালামু আলাইকুম,

কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন?

আমি আশ্রাফুল হক আকাশ। আপনাদের কাছে আমার প্রথম টিউন। হয়ত টিউনটি লিখতে গিয়ে আমার বিভিন্ন ভুল ত্রুটি হতে পারে। তাই এইসব ভুল হলে আপনারা ক্ষমা করে দিবেন। বেশি কথা না বাড়িয়ে কাজের কথা আসি।

আমাদের হাটার গতি অথবা দৌড়ের গতি মাপার জন্য একটি apps নিয়ে হাজির হলাম।

আপনি রাস্তায় দিয়ে হাটছেন বা দৌড়াচ্ছেন। আপনার হাটার বা দৌড়ের গতি কত? সেটা আপনার এই apps টির মাধ্যমে দেখতে পারবেন।

Apps টির শেষ Update:

  • August 15, 2015
Apps টির Size
  • 2.5M
Current Version
  • 2.8
Requires Android
  • 2.2 and up

 Download করতে

  1. My Speed Meter (direct)
  2. My Speed Meter (Play Store)

Screen Shot

 

 

 

 

ভাই আবারো বলছি দয়া করে ভুল হলে ক্ষমা করে দিবেন। আর যদি কোন প্রকার কম্পিউটার বা মোবাইলের প্রবলেমে পরেন।

তবে আমাকে ফেইসবুকে (আশ্রাফুল হক আকাশ।) ম্যাসেজ দিতে পারেন।

আমি যতটুকু সম্ভব সাহায্য করব ইনশাহল্লাহ। আজকের মত বিদায় নিচ্ছি। অন্য আরেকদিন অন্য কোন বড় টিউন হাজির হব ইনশাহল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। যাতে আপনাদের জন্য ভাল কিছু নিয়ে টিউন লিখতে পারি। আর আপনারা টিউন পড়ে উপকৃত হলে আমার ভাল লাগবে। আমি পরবর্তি টিউন দিতে আগ্রহী হব। আর কি ধরনের টিউন হলে ভাল হয়। একটু কষ্ট করে টিউমেন্টস করে জানালে খুশি হব এবং উপকৃত হব। ধন্যবাদ সবাইকে।

আস্‌সালামু আলাইকুম

 

 

Level 2

আমি আশ্রাফুল হক আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস