বিভিন্ন ডকুমেন্ট ফরম্যাট থেকে পিডিএফে রূপান্তর করার জন্য পিডিএফ কনভার্টার খুবি গুরুত্বপূর্ণ একটি টুলস। অনেক সময় আমাদের কাজের ক্ষেত্রে যে কোন ফরম্যাটের ডকুমেন্ট সমূহকে পিডিএফ আকারে রূপান্তর করতে হয় এবং অনেক সময় করতে হয়। আমরা সাধারণত পিডিএফ কনভার্ট করে থাকি কম্পিটারের মাধ্যমে, কিন্তু আপনার স্মার্টফোনের মাধ্যমেও আপনি খুব সহজেই বিভিন্ন ডকুমেন্ট ফরম্যাট কে পিডিএফে রূপান্তর করতে পারবেন। স্মার্টফোনের জন্য এমন কিছু পিডিএফ কনভার্টার অ্যাপলিকেশন আছে যার মাধ্যমে আপনি ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট ও অনান্য ফরম্যাটের ডকুমেন্টকে পিডিএফে রূপান্তর করতে পারবেন। তাহলে চলুন দেখে ওয়ার্ড,এক্সেল ও পাওয়ারপয়েন্ট ডকুমেন্টকে পিডিএফে রূপান্তর করার জন্য অসাধারণ ৫ টি আন্ড্রইয়েড অ্যাপলিকেশন!
অফিসসুইট ৮ + পিডিএফ কনভার্টার
স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন ডকুমেন্ট পিডিএফে রূপান্তর করার জন্য অফিসসুইট ৮ খুবি জনপ্রিয় একটি অ্যাপলিকেসন। আপনি এই অ্যাপলিকেশনের মাধ্যমে ওয়ার্ড,এক্সেল,পাওয়ারপয়েন্ট ও অনান্য ডকুমেন্টকে পিডিএফ ডকুমেন্টে রূপান্তর করতে পারবেন। অফিসসুইট ৮ অ্যাপলিকেশন আপনার কর্ম দক্ষতাকে আরো বেশি উন্নত করবে। এখান থেকে ডাউনলোড
পোলারিস অফিস + পিডিএফ
অফিস ডকুমেন্ট, স্প্রেডশিট, স্লাইড শো উপস্থাপনা সমূহ পিডিএফ ফাইলে রূপান্তর করার জন্য খুবি ভাল ও বিনামূল্যে অফিস অ্যাপ্লিকেশন হচ্ছে পোলারিস অফিস + পিডিএফ। আপনি এই অ্যাপলিকেশন ব্যবহার করে মাইক্রোসফট অফিসের যে কোন ফাইল সমূহকে পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারবেন। এখান থেকে ডাউনলোড
ডক্স টু গো
মাইক্রোসফট অফিসের ফরম্যাট সমূহকে পিডিএফ ডকুমেন্টে রূপান্তর করার জন্য আরো একটি জনপ্রিয় অ্যাপলিকেশন হচ্ছে ডক্স টু গো। ডক্স টু গো অ্যাপলিকেশন মাইক্রোসফট অফিসের ফরম্যাট সমূহকে খুব সহজেই পিডিএফ ডকুমেন্টে রূপান্তর করে থাকে। এই অ্যাপলিকেশনে বেশ কিছু মজার ফিচার আছে, যে ফিচার গুলো আপনার কাজকে আরো সহজ করে তুলবে। এখান থেকে ডাউনলোড
অফিসসুইট ৮ প্রো ট্রিয়াল
মাইক্রোসফট অফিস ডকুমেন্টকে পিডিএফ ফাইলে রূপান্তর করার জন্য খুবি ভাল একটি অ্যাপলিকেশন হচ্ছে অফিসসুইট ৮ প্রো। এই অ্যাপলিকেশন ব্যবহার করে মাইক্রোসফট অফিসের সব ফরম্যাট কে পিডিএফ আকারে সেভ করতে পারবেন। যেমন ওয়ার্ড থেকে পিডিএফ,এক্সেল থেকে পিডিএফ,পাওয়ারপয়েন্ট থেকে পিডিএফ ইত্যাদি। এখান থেকে ডাউনলোড
অফিসসুইট ৮ প্রো + পিডিএফ
অফিসসুইট ৮ প্রো + পিডিএফ অ্যাপলিকেশন যে কোন ডকুমেন্টকে পিডিএফ করার জন্য সাহায্য করে থাকে। এই অ্যাপলিকেশন মাইক্রোসফট অফিসের যে কোন ডকুমেন্ট ফরম্যাট সমূহকে খুব সহজে পিডিএফ আকারে রূপান্তর করে থাকে। এই অ্যাপলিকেশনে অসাধারণ কিছু ফিচার আছে। যেমন, ডিজিটাল স্বাক্ষর সমর্থন সহ পিডিএফ নিরাপত্তা এবং সম্পাদনা, একাধিক ব্যবহারকারী সমর্থন দিয়ে ট্র্যাক পরিবর্তন, পিডিএফ ক্যামেরা স্ক্যানসহ আরো অনেক। মনে রাখবেন, এই অ্যাপলিকেশন ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে ৯,৯৯ ডলার দিয়ে কিনতে হবে।
আজকের মত এখানেই, আশা রাখি আগামি দিনে আপনাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হতে পারব। সবাইকে ধন্যবাদ
আমার আগের টিউনসমূহঃ
আমি নাজমুল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।