কিভাবে একই সাথে গান শুনবেন এবং ফোনে কথা বলবেন ?কোন রকম কলার টিউন ছাড়াই।

প্রথমেই সবাইকে আমার সালাম। আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের আজ দেখাব আপনার ফোনে কিভাবে একই সাথে গান শুনবেন এবং কথা বলবেন কোন রকম কলার টিউন ছাড়াই।

মিউসিক প্লেয়ার টি ইন্সটল করে নিতে হবে আপনার ফোনে। তারপর প্লেয়ার টি ওপেন করে আপনার পছন্দ মত যে কোন একটি গান চালু করুন। এরপর নিচের ছবিটির মত হলুদ চিহ্নিত অংশে চাপুন।

এর জন্য আপনাকে এই  লিংক থেকে

Download Now

Beat Box Music Player android appBeat Box Music Player android app screeshot

 

এরপর যে টিক চিহ্ন (pause on voice call বাম পাশে) দেখতে পাচ্ছেন সেটি তুলে দিন। এখন গান টি চালু রেখেই আপনি যে কোন কাউকে ফোন/কল করুন, আপনার মনে হবে যে আপনি যার সাথে কথা বলছেন সে আপনাকে গান শুনাচ্ছে। আর শুধু তাই নয়, এতে করে কথা বলার সময় আপনার আশে পাশের পরিবেশ টিও রোমাঞ্চকর মনে হবে। তবে আপনি যার সাথে কথা বলবেন তিনি গান টি শুনতে পারবেন না।

আশা করি টিউন টি আপনাদের ভাল লেগে থাকবে। যদি সত্যি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মতা মত জানাতে ভুলবেন না।

ধন্যবাদ সবাইকে। ভাল থাকুন।

আমার আগের টিউনসমূহঃ

 করুন মোবাইলের IMEI (স্বল্প সময়ের জন্য) এবং বিনা খরচে ইনকামিং কল আসা বন্ধ করুন সহজেই

এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাবতীয় রেজাল্ট দেখুন মাত্র এক ক্লিকেই।অসাধারন একটি অ্যাপ

ওপেরা মিনি দিয়ে ক্রোম, ফায়ার ফক্স ও কম্পিউটার মত নেট চালান

ভিডিও টিউটোরিয়াল বানানো ও ডেস্কটপ স্কিন শর্ট নেবার দুর্দান্ত ফ্রি সফটওয়্যার

কেমন হয় যদি ফোন আসার আপনি বুঝতে পারেন যে আপনার আসতেছে। তাই বন্ধুর মিস কল খান একটা ছোট এপস ব্যবহার করে।

Level 0

আমি নাজমুল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস