Xposed এর দিন শেষ,এবার Xposed ছাড়াই Greenify চালান,সব ফিচার আনলক করা,সাথে নিয়ে নিন SuperBeam Pro,স্পীড দেখে ShareIT এর কথা ভুলেই যাবেন,40 mb speed
সবাই কেমন আছেন?আশা করি সকলে ভালো আছেন।আজ অনেক দিন পর নতুন এক টিউন নিয়ে হাজির হলাম,আশা করা যায় সকলের ভালো লাগবে।
অনেক আমাকে বলে Greenify কীভাবে Use করবো?Greenify Use করতে তো Xposed Installer,Busybox এগুলো লাগে।তবে আজ আপনাদের জন্য নিয়ে এলাম Greenify Latest Super Mod.এর মাধ্যমে সব ফিচার উপভোগ করতে পারবেন,Xposed Installer কিংবা Busybox লাগবে না।আর Greenify দিয়ে কি করা যায়,এটা জিজ্ঞাস করে লজ্জা দিবেন না,শুধু এটাই বলি এর থেকে বেস্ট কোন ব্যাটারি সেভার পৃথিবীতে নেই।নিচ থেকে নামিয়ে নিনঃ
অনেকেই বলেন সুপার স্পীডে কীভাবে ফাইল এক ফোন থেকে আরেক ফোনে পাঠাবো?অনেকেই ShareIT এর কথা বলেন,কিন্তু ShareIT এর স্পীড কিন্তু মাথা নষ্ট করার মত না,তাই নিয়ে এলাম SuperBeam Pro.এর ডাটা ট্রান্সফার স্পীড 40MB..নিচ থেকে নামিয়ে নিন,স্টক সীমিত।একবার হলেও ব্যবহার করে দেখবেন।
আমার আগের টিউনসমূহঃ
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...