আসসালামু আলাকুম, কেমন আছেন সবাই ? আশা করি ভালই আছেন, আমি ও ভাল আছি আপনাদের দোয়াতে। যাই হোক বেশী ভঙ্গিমা না করে আসল বিষয়ে যাই।
একটা সময়ে সৌন্দর্য চর্চা ছিল শুধুই মেয়েদের অধিকারে, কিন্তু এখন দিন বদলাইছে, বর্তমানে মেয়েদের থেকে ছেলেরা ত্বকের প্রতি যত্নবান বেশী। তাই তো এখন দেখা যায় মেয়দের সাথে তাল মিলায়ে ছেলদের ও পার্লার চালু হয়েছে। আসলে এ সব আজাইরা এতো কাহিনি করে কোন লাভ আছে, সরিষার তেল মুখে মাখলে তো হয়, এর উপরে কি আর কোন ক্রিম আছে ?
যাই হোক এই গুলা কেউ না বুঝলে তাকে বুঝাইয়ে পারা যাবেনা।
তাঁরপর ও যারা একটু বেশী যত্নবান তাদের জন্য এই টিউনটি, যাই হোক ভাই এতো তথ্য দিয়ে পারব না, কারন ত্বকের জন্য অনেক টিপস আছে। আমি শুধু শিরনাম গুলা ভলে দিচ্ছি আপনারা এপ নামিয়ে বিস্তারিত পড়ে নিয়েন।
আগে এখান থেকে এপটি নামিয়ে নিনঃ ছেলেদের ত্বকের যত্ন.apk
যাই হোক আশা করি যারা ত্বকের যত্নবান তাদের জন্য আশা কাজে দিবে।
আজ তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।
আশা করছি টিউনটি আপনাদের ভালো লেগেছে। কোন প্রশ্ন থাকলে দয়া করে টিউমেন্টে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে টিউনটি পড়ার জন্য। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি আমার টিউন টি। ধন্যবাদ।
আমি এস মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 77 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
|| DownloadBuzz.Net || ডাউনলোড করুন হাইলি কমপ্রেসড মুভি, গেমস, অ্যান্ড্রয়েড অ্যাপস, সফটওয়্যার, ইবুক, পিডিএফ, নাটক সহ আরও অনেককিছুঃ http://www.downloadbuzz.net