নিয়ে এলাম Marshmallow এর অফিসিয়াল ব্যাটারি সেভার,সবার জন্য,সব এন্ড্রয়েডে চলবে [মাত্র ১.৮ এম্বি]

প্রথমে আমার সালাম নিবেন।সবাই কেমন আছেন?আশা করি সকলে ভালো আছেন।আজ নিয়ে এলাম নতুন এক টিউন আশা করি সকলের ভালো লাগবে।আর কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাচ্ছি।

এন্ড্রয়েড নিয়ে তো নতুন করে কিছু বলার নেই।সকলেই এ সম্পর্কে আমার থেকে ভালো জানেন।এন্ড্র্য়েড আমাদের জীবনকে অনেক বেশি সহজ করে দিয়েছে।তবে এন্ড্রয়েডের যেমন সুবিধা রয়েছে ঠিক তার বিপরীতে রয়েছে অসুবিধা।

এন্ড্রয়েড ফোনের সব থেকে বড় এবং প্রধান একটি অসুবিধা হলো চার্জ কম থাকা।এটা নিয়ে মানুষের সমস্যার ইতি অন্ত কোনটাই নেই।এই সমস্যা থেকে মুক্তির জন্য অনেকে অনেক কিছু করে।কেউ সারাদিন চার্জে লাগিয়ে ফোন চালায়,আবার কেউ বিভিন্ন এপ্স যেমন ব্যাটারি সেভার ব্যবহার করেন,আবার কেউ কেউ পাওয়ার ব্যাংক নামক ইটা নিয়ে ঘুরেন।এতে করে কি সমস্যা লাঘব করা যায়??

আমরা ইতিমধ্যেই জেনে গেছেন যে এন্ড্রয়েডের নতুন এক ভার্সন রিলিজ হয়েছে।এর নাম রাখা হয়েছেঃ Android MarshMallow [Android 6.0],আর এই ভার্সনে রয়েছে নতুন সব চমম,হয়তো সবার কাছে এই ভার্সন এখনো পৌছায় নাই,তবে মজার কথা হলো এর মধ্যে রয়েছে Default Battery Saver,যা আপনার ফোনের সকল Background Apps কে ডান্ডা মেরে ঠান্ডা করে দিবে,রাতে যে চার্জ নিয়ে ঘুমাবেন সকালে সেই চার্জ ই থাকবে,চার্জ কমাতে দিবে না এই এপ...কিন্তু সবার ফোনে তো আর MarshMallow আপডেট  নেই।তবে আজ আমি এমন এক এপ নিয়ে,যা দিয়ে যেকোন ফোনে এই এপ চালানো যাবে।যাদের ফোনে MarshMallow নেই তাদের ফোনেও চলবে।

এপটির নাম রাখা হয়েছে Doze.অনেক সহজ সরল একটি এপ।আমার কাছে এখন এটাকেই প্রিয় এবং বেস্ট মনে হয়।আমি নিজেই ভালো ফল পেয়েছি ব্যবহার করে,আপনার কাছে অনুরোধ একদিন হলেও এপটি ব্যবহার করে দেখবেন,আমি সিউর আপনাদের ভালো লাগবেই।

 

আর কথা বাড়াতে চাই না,এখুনি নিচ থেকে এপটি নামিয়ে ফেলুনঃ

 

ডাউনলোডঃ

 

App Name:Doze

Size:1.8MB

Link: এখানে ক্লিক করুন

 

 

ডাউনলোড করার জন্য "Download Now" এর নিচে টিক চিহ্ন তুলে দিয়ে "Download Now" ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্যকোন পেজে গেলে ব্যাক করে আসুন।আর অবশ্যই ফোনের ডিফল্ট ব্রাউজার বা "CM Browser/Dolphin Browser" ব্রাউজার ব্যবহার করবেন।Download Now না আসলে Refresh দিবেন.

 

 

 

আমার আগের টিউনসমূহঃ

নিয়ে নিন MX Player Pro এর লেটেস্ট ভার্সন v1.8.1 [ac3 supported] [১ ঘন্টা আগে রিলিজ পেলো] [19/12/2015]

এইবার নিজেই $4.90 ডলারের এপ দিয়ে ভিডিও টিউটরিয়াল বানান,স্ক্রীন রেকর্ড করুন [আমার দেখা বেস্ট স্ক্রীন রেকর্ডার]

এইবার ৫০০ কিলোবাইট এর এপ দিয়ে সকল গেইম হ্যাক করুন।

 এন্ড্রয়েড ফোন আছে,কিন্তু টিভি দেখতে পারছেন না??হতভাগারা এইদিকে আসুন।নিয়ে নিন মাথা নষ্ট এক টিভি এপ।

১ এম্বির একটি এপ দিয়ে ইচ্ছেমতো ফোল্ডারের রং পরিবর্তন করুন [মিস করলে পস্তাইবেন]

এইবার দূরের কথা শুনার জন্য আর কান পেতে থাকতে হবে না,মাত্র ১ এম্বির একটি এপ দিয়েই দূরের কথা শুনে নিতে পারবেন।তাও আবার রুট ছাড়াই [HD Quality তে]

এইবার ভিজিটিং কার্ড তৈরী করুন মাত্র ৮০০ কিলোবাইটের একটি এপ দিয়ে [মিস করবেন না]

এইবার নিয়ে নিন WhatsApp Mod GBWhatsApp Plus [AntiBan With Unlimited Theme]

অপেক্ষার পালা শেষ-নিয়ে নিন Heroes Of 71 [Android Game-1st On Techtunes] [সবাই ডাউনলোড করে নিজের দেশকে মূল্য দিন]

এইবার বাসে কিংবা টেক্সিতে বসেই বাসের কিংবা টেক্সি কত স্পীডে চলছে জেনে নিন,মাত্র একটি এপ দিয়েই [এম্বি লাগবে না-$3]

আপনার ফোনে Samsung Note 3 এর মত Multi-Window Support করে

বার PenDrive লাগালেই বলবে “পাইছি বস” [এপ লাগবে না,এপ ছাড়াই]

তো কেমন লাগলো আমার এই টিউনটি?আশা করি ভালো লেগেছে।ভালো লেগে থাকলে কিংবা মন্দ লেগে থাকলে সকল ভালো লাগা,মন্দ লাগা জানাতে ভুলবেন না।পরবর্তীতে কি নিয়ে টিউন করা যায় তা জানাতে ভুলবেন না।আপনার মূল্যবান সময় নষ্ট করে টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ,সবাই ভালো থাকবেন,আল্লাহ হাফেজ.

Level 0

আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস