প্রথমে আমার সালাম নিবেন।সবাই কেমন আছেন?আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন।আজ আমি হাজির হলাম আমার ৮২ নং টিউন নিয়ে আশা করি সকলের ভালো লাগবে।
অনেকে আমাকে জানিয়েছেন কীভাবে এন্ড্রয়েড গেইম হ্যাক করা যায়।আজ আমি এটা নিয়ে টিউন করেছি।
এন্ড্রয়েড এমন এক ম্যাজিক বক্স যা দিয়ে করা যায় না এমন কোন কাজ নেই।এখন আর বড় বড় HD গেইম খেলার জন্য পিসির আশায় বসে থাকতে হয় না।এন্ড্রয়েড দিয়েই সব খেলা যায়।কিন্তু অনেকে আবার সে সকল গেইম গুলো হ্যাক করে গেইমের আসল মজা নিতে চান।তবে সবাই কি আর গেইম হ্যাক করতে পারে??চিন্তার কোন কারণ নেই আজ গেইম হ্যাক করার জন্য চরম একটা এপ নিয়ে হাজির হলাম,এর মাধ্যমে খুব সহজেই যেকোন গেইম হ্যাক করতে পারবেন।হ্যাক বলতে গেইমের কয়েন,গোল্ড,Gem,Elixer,etc নিতে পারবেন।এপটির নাম হলো ঃ Game Killer.
এপটির সাইজ মাত্র 500kb।এটি চালাতে হলে আপনার ফোন রূট করা থাকতে হবে।রুট করার জন্য কিংরুট কিংবা আই রুট ব্যবহার করতে পারেন।
তো আর দেরী কেন এখুনি নিচ থেকে গেইমটি ডাউনলোড করে ফেলুন।
Link - এ ক্লিক করে "Download Now" এর নিচের টিক মার্ক টি উঠিয়ে "Download Now" এ ক্লিক করুন,ডাউনলোড শুরু হয়ে যাবে।ধন্যবাদ।
কীভাবে হ্যাক করবেন?
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...
রিফাত হোসেন ভাই, আপনার টিউন সর্বদায় সুন্দর হয়ে থাকে । আর ভাই এই অ্যাপ টা কি clash of clan এর জন্য কাজ করবে? কারন আমার জানা মতে গেমটি হ্যাক করার সকল উপায় গেমের নির্মাতা বন্ধ করে দিয়েছে।
ধন্যবাদ