এইবার ৫০০ কিলোবাইট এর এপ দিয়ে সকল গেইম হ্যাক করুন।

প্রথমে আমার সালাম নিবেন।সবাই কেমন আছেন?আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন।আজ আমি হাজির হলাম আমার ৮২ নং টিউন নিয়ে আশা করি সকলের ভালো লাগবে।

অনেকে আমাকে জানিয়েছেন কীভাবে এন্ড্রয়েড গেইম হ্যাক করা যায়।আজ আমি এটা নিয়ে টিউন করেছি।

এন্ড্রয়েড এমন এক ম্যাজিক বক্স যা দিয়ে করা যায় না এমন কোন কাজ নেই।এখন আর বড় বড় HD গেইম খেলার জন্য পিসির আশায় বসে থাকতে হয় না।এন্ড্রয়েড দিয়েই সব খেলা যায়।কিন্তু অনেকে আবার সে সকল গেইম গুলো হ্যাক করে গেইমের আসল মজা নিতে চান।তবে সবাই কি আর গেইম হ্যাক করতে পারে??চিন্তার কোন কারণ নেই আজ গেইম হ্যাক করার জন্য চরম একটা এপ নিয়ে হাজির হলাম,এর মাধ্যমে খুব সহজেই যেকোন গেইম হ্যাক করতে পারবেন।হ্যাক বলতে গেইমের কয়েন,গোল্ড,Gem,Elixer,etc নিতে পারবেন।এপটির নাম হলো ঃ Game Killer.

এপটির সাইজ মাত্র 500kb।এটি চালাতে হলে আপনার ফোন রূট করা থাকতে হবে।রুট করার জন্য কিংরুট কিংবা আই রুট ব্যবহার করতে পারেন।

তো আর দেরী কেন এখুনি নিচ থেকে গেইমটি ডাউনলোড করে ফেলুন।

 

App Name:Game Killer

Size:500kb

Link: এখানে ক্লিক করুন

ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ

 

Link - এ ক্লিক করে "Download Now" এর নিচের টিক মার্ক টি উঠিয়ে "Download Now" এ ক্লিক করুন,ডাউনলোড শুরু হয়ে যাবে।ধন্যবাদ।

কীভাবে হ্যাক করবেন?

  • Open GameKiller then minimize it.
  • Open the game where you want to have unlimited money, gems,…
  • Look how much coins you have, open GK and write the value you have seen, press the search button and AUTO IDENTIFY, now GK will find many results,so you have to spend or play the game so that the coins change, then search the new value in GK so that it find less results. Keep trying until it finds few or one result.
  • Now that you have the results click the results and change all the values and hit ok.
  • That’s all.

 

আমার আগের টিউনসমূহঃ

 এন্ড্রয়েড ফোন আছে,কিন্তু টিভি দেখতে পারছেন না??হতভাগারা এইদিকে আসুন।নিয়ে নিন মাথা নষ্ট এক টিভি এপ।

১ এম্বির একটি এপ দিয়ে ইচ্ছেমতো ফোল্ডারের রং পরিবর্তন করুন [মিস করলে পস্তাইবেন]

এইবার দূরের কথা শুনার জন্য আর কান পেতে থাকতে হবে না,মাত্র ১ এম্বির একটি এপ দিয়েই দূরের কথা শুনে নিতে পারবেন।তাও আবার রুট ছাড়াই [HD Quality তে]

এইবার ভিজিটিং কার্ড তৈরী করুন মাত্র ৮০০ কিলোবাইটের একটি এপ দিয়ে [মিস করবেন না]

এইবার নিয়ে নিন WhatsApp Mod GBWhatsApp Plus [AntiBan With Unlimited Theme]

অপেক্ষার পালা শেষ-নিয়ে নিন Heroes Of 71 [Android Game-1st On Techtunes] [সবাই ডাউনলোড করে নিজের দেশকে মূল্য দিন]

এইবার বাসে কিংবা টেক্সিতে বসেই বাসের কিংবা টেক্সি কত স্পীডে চলছে জেনে নিন,মাত্র একটি এপ দিয়েই [এম্বি লাগবে না-$3]

আপনার ফোনে Samsung Note 3 এর মত Multi-Window Support করে

বার PenDrive লাগালেই বলবে “পাইছি বস” [এপ লাগবে না,এপ ছাড়াই]

 

তো কেমন লাগলো আমার এই টিউনটি?আশা করি ভালো লেগেছে।ভালো লেগে থাকলে কিংবা মন্দ লেগে থাকলে সকল ভালো লাগা,মন্দ লাগা জানাতে ভুলবেন না।পরবর্তীতে কি নিয়ে টিউন করা যায় তা জানাতে ভুলবেন না।আপনার মূল্যবান সময় নষ্ট করে টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ,সবাই ভালো থাকবেন,আল্লাহ হাফেজ.

Level 0

আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

রিফাত হোসেন ভাই, আপনার টিউন সর্বদায় সুন্দর হয়ে থাকে । আর ভাই এই অ্যাপ টা কি clash of clan এর জন্য কাজ করবে? কারন আমার জানা মতে গেমটি হ্যাক করার সকল উপায় গেমের নির্মাতা বন্ধ করে দিয়েছে।
ধন্যবাদ

    সকল অনলাইন গেইম হ্যাক করতে পারবেন না 🙂 ধন্যবাদ।