প্রথমে আমার সালাম নিবেন,সবাই কেমন আছেন?আজ নিয়ে এলাম নতুন এক টিউন নিয়ে আশা করি সকলের ভালো লাগবে।সরাসরি টিউনে চলে যাচ্ছি।
এন্ড্রয়েড ফোন আছে,কিন্তু টিভি দেখতে পারছেন না??হতভাগারা এইদিকে আসুন।নিয়ে নিন মাথা নষ্ট এক টিভি এপ।
অনেকেই মেসেজে জানান যে কীভাবে টিভি দেখবো??তাদের জন্য আমার এই টিউন।অনেক খোজাখোজির পর একটি এপ পেলাম,যার মাধ্যমে আপনি এন্ড্রয়েডে এম্বির মাধ্যমেই টিভি দেখতে পারবেন/এপটির নাম হলোঃ BD Cast.এপটি অনেক ভালো,আপনি আরামে বসে কম এম্বি দিয়েই টিভি দেখতে পারবেন,রয়েছে অনেক চ্যানেল।
তো আর দেরী কেন?এখুনি নিচ থেকে টিভি এপ টি নামিয়ে টিভি দেখা শুরু করে দিন।
App Name:BD Cast Live
Size:4.8MB
Link: এখানে ক্লিক করুন
Link - এ ক্লিক করে "Download Now" এর নিচের টিক মার্ক টি উঠিয়ে "Download Now" এ ক্লিক করুন,ডাউনলোড শুরু হয়ে যাবে।ধন্যবাদ।
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...
বাংলাদেশ ডিজিটাল আইটি সলিশন টিম প্রফেশনাল আউটসোর্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। তিন মাস মেয়াদী কোর্সটিতে ওয়েব ডিজাইন, এসইও, ব্লগিং, অ্যাফিলিয়েটেড মার্কেটিং এবং গুগল অ্যাডসেন্সের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। বিড করার কৌশল, কাজ পাওয়ার পদ্ধতি, কাজ বায়ারদের অ্যাকাউন্টে আপলোড করা, অর্জিত টাকা দেশে নিয়ে আসা প্রভৃতি বিষয় হাতে-কলমে শেখানো হবে। কোর্স শেষে আউটসোর্সিং কাজের জন্য সহায়তা করা হবে। ফোন :01858-312544.