এবার নিয়ে নিন প্লেয়ার এর বস, এখন থেকে অডিও এবং ভিডিও চলবে একই প্লেয়ারে, সাথে নিজের ইচ্ছা মতো ইকুলাইজার করে নেয়ার সুবিধা। বিশ্বাস না হলে ব্যবহার করে দেখুন।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম, কেমন সবাই ? আশা করি ভাল আছেন। আমি ও ভাল আছি আপনাদের দোয়াতে। যাই হোক ভূমিকা বেশী বাড়াবো না। চলুন আসল বিষয়ে যাওয়া যাক।

এমন লক মনে হয় খুব কম পাওয়া যাবে, যারা মোবাইলে গান শুনতে পছন্দ করেন না। আমাদের মধ্যে প্রাই সবাই গান শুনতে পছন্দ করে থাকি, আবার মাঝে একটু ভিডিও ও দেখতে ভাল লাগে, কিন্তু সমস্যা হল, অডিও এর জন্য আলাদা প্লেয়ার বার ভিডিও এর জন্য ও আলাদা প্লেয়ার। এটা কিন্তু অনেকের কাছে একটা বিরক্ত দায়ক।

তাই আজ আমি আপনাদের কাসে নিয়ে লাম এমন একটি প্লেয়ার যার মাধ্যমে আপনি অডিও এবং ভিডিও দেখতে পারবেন। সাথে ইচ্ছামতো ইকুয়ালাইজার করে নিতে পারবেন অডিও এবং ভিডিও তে। যা আপনার সাউন্ড সিস্টেম কে করে তুলবে আরও পরিষ্কার।

তাহলে দেরি না করে এখনি নামিয়ে নিন এখান থেকেঃ Audio Video Player.apk

এই প্লেয়ার এর কিছু ফটো নিচে দিলাম, আশা করি বুঝতে পারবেন।

১। এই ফটোতে দেখুন এপ টি ওপেন করলে এরকম মেনু আসবে, এখানে সং অ্যালবাম ফোল্ডার ভিডিও সব আছে।

২। যদি আপনি সং এ ক্লিক করেন তাহলে এরকম আসবে।

৩। আর যদি অ্যালবাম এ ক্লিক করেন তাহলে নিচের ফটোর মতো আসবে।

৪। এবার আপনি অ্যালবাম থেকে যে কোন গানে ক্লিক করলেই এরকম আসবে, এবং আপনি ইচ্ছা মতো ইকলাইজার করে নিতে পারবেন।

৫। এবার আপনি যদি মেনু থেকে ভিডিওতে ক্লিক করেন তাহলে এমন টা দেখাবে।

৬। এবার আপনি যে কোন একটি সং প্লে দিলে এমন আসবে, নিচের ডান পাশে দেখেতে পাবেন ইকুলাইযার এর আইকন।

৭। আইকন এ ক্লিক করলে এরকম আসবে, এবং নিজের মতো করে সেট করে নিন।

আশা করি আপনাদের আরও ভাল লাগবে, আজ তাহলে এই পর্যন্ত সবাই ভাল থাকবেন। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।

আল্লাহ হাফেজ।

নিচে আমার দেয়া কিছু টিউনের লিংক দিলাম, দেখে নিবেন আপনাদের কাজে আসতে পারে।

 

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

SEO লিংক বিল্ডিং কি ? কিভাবে লিংক বিল্ডিং করবেন
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
http://jackybd.com/seo-%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%82%E0%A6%95-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%95%E0%A6%BF/

seo কি ? আসুন জেনে নেই
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
http://jackybd.com/seo-%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87/

আরে ভাই সব কিছু পাবেন এই ওয়েবসাইট এ নতুন মোবাইল এর দাম, বাংলা ভিডিও গান, বাংলা মুভি, এন্ড্রোয়েড এপ্স, বাংলা খবর এবং যে কোনো ধরনের টিউন।
শুধু মাত্র
http://www.alistorebd.com
এখুনি ভিজিট করুন।