আসসালামু আলাকুম, কেমন আছেন সবাই ? আশাকরি ভাল আছেন, আমি ও আপনাদের দোয়াতে ভাল আছি।
আজ আমি আপনাদের কাসে এমন একটি মোবাইল এপ নিয়ে এসেছি যেটা, আপনাকে যে কোন কাজ পরে করতে ভুলে গেলে, সে নিজেই সেটা করে দিবে। আপনি শুধু সময় দিয়ে রাখবেন যে কখন ওই কাজ টা হবে।
যেমন কাউকে ৩০ মিনিট পরে কল দিতে হবে সেটা ভুলে গেলে। কাউকে কন এসএমএস করতে হবে সেটা ভুলে গেলে। এরকম করে যে কন কাজ পরে করতে ভুলে গেলে আপনি ওই এপে টাইম দিয়ে রাখাবেন, দেখবেন অটোমেটিক ওই টাইমে কাজ হয়ে গেছে।
এবার চলুন দেখি কি করে করবেন।
প্রথমে এখান থেকে এই এপ টি নামিয়ে নিনঃ Click Me Reminder in a click.apk
এবার ইন্সটল দিন, তারপর নিচের ফটো গুলা এবং ভিডিও টা দেখুন তাহলে সব বুঝতে পারবেন।
ভাল করে না বুঝতে পারলে দয়া করে ২ মিনিট এর ভিডিও টা দেখুনঃ
আশা করি করি সব বুঝতে পেরেছেন, এবার আপনার নিজেরাই পারবেন।
আজ তাহলে এই পর্যন্ত সবাই ভাল থাকবেন, আবার দেখা হবে।
আরও নতুন নতুন কিছু পেতে এখানে অ্যাক্টিভ থাকুন লাইফ ইজ টেকনোলজি
আল্লাহ হাফেজ।
আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।