এবার ফেসবুক চালান ১৩০% স্পীডে ইউসি “ব্রাউজার এইচ ডি” দিয়ে, এক্কেবারে অন্যরকম, পুরা মাথা নষ্ট।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাকুম, কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমি ও ভাল আছি আপনার দোয়াই।

যাই হোক আসল কথাই যাই, আমারা ইউসি ব্রাউজার কম বেশী সবাই ব্যবহার করে থাকি, এবং আমাদের অনেকের কাছে বেশ পছন্দ।

তাই এবার আপনাদের কাসে নিয়ে এলাম এই ইউসি ব্রাউজার কে এক নতুন রুপে যার ফিচার দেখলে মাথা নষ্ট হয়ে যার মতো।

নামনার আগে কিছু ফটো দিয়ে দিলাম, ভাল লাগলে নামাতে যেন ভুলবেন না।

না ঠাক ভুলে ও যেতে পারেন, তাই এখানে ও লিংক দিয়ে দিলামঃ UC Browser HD

আশাকরি ভাল লেগেছে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি নামিয়ে নিনঃ UC Browser HD
আর আপনাদের আরও ভাল লাগার জন্য নিচে একটা ভিডিও দিয়েদিলাম দেখে নিবেন।

 

আজ তাহলে এই পর্যন্ত সবাই ভাল থাকবেন, আবার দেখা নতুন কিছু নিয়ে।

আল্লাহ হাফেজ।

নিচে আমার দেয়া কিছু টিউনের লিংক দিয়ে দিলাম আপনাদের কাজে লাগবে।

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এডমিন, আমার সেট walton primo GF4, lolipop.5 . 1. uc hd install দিলে লেখা আসে – sorry uc browser crashed,restart- এখন আমি কি করবো। pls help….

মজা লন??? 130% speed কারে কয় আগে সেইটা নিয়া পড়াশুনা কইরা আসেন

    ভাই মজা লওয়ার কিছুই নেই। আর যদি ১৩০% স্পীড নিয়ে পড়াশোনা করে আসতে বলেন তাহলে। জারি এই ব্রাউজার বানাইসে তাদের যেয়ে বলুন, কারন এই আমার বানাই লেখানা, এই ব্রাউজার যারা বানাসে তাদের কথা, আজাইরা এখানে আইসা মাথা গরম তো করলে হবে না। আগে নিজের পড়াশোনা টা ঠিক মতো চালান, নয়ত রাস্তা ঘাটে উল্টাপাল্টা কমেন্ট করলে কপালে দুঃখ আছে। বুঝলেন ?