প্রথমে আমার সালাম নিবেন,সবাই কেমন আছেন?আশা করি সকলে ভালো আছেন।আজ নিয়ে এলাম দারুণ একটি পেইড ব্রাউজার যার স্পীড দেখে আপনি অনেক বেশি অবাক হবেন।
ব্রাউজার আমাদের জীবনে এখন অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান,এটি এখন নিত্য দিনের সঙ্গী হিসেবে পরিণত হয়েছে।এটা ছাড়া আমরা ইন্টারনেট তথা পুরো দুনিয়া থেকে আলাদা।
অনেক ব্রাউজার রয়েছে,তবে সব ব্রাউজার কিন্তু এক রকম না,কোনটার স্পীড ভালো আবার কোনটা কচ্ছপের মত মন্থর গতির।কোনটা ফ্রী আবার কোনটা পেইড।
ব্রাউজারের দিক দিয়ে এন্ড্রয়েড ও পিছিয়ে নেই।এন্ড্রয়েডের জন্য ও তৈরী হয়েছে বিভিন্ন ব্রাউজার,তবে সব ব্রাউজার কিন্তু এক রকম না,কোনটার স্পীড ভালো আবার কোনটা কচ্ছপের মত মন্থর গতির।কোনটা ফ্রী আবার কোনটা পেইড।আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি পেইড ব্রাউজার যা সবার থেকে ফাস্ট।গুগল ক্রম থেকে এই ব্রাউজারটি ৬ গুণ বেশি ফাস্ট,ব্রাউজারটির নাম হলোঃ Puffin Browser Pro.নামের শেষে যেহেতু প্রো শব্দটি আছে,সেহেতু বুঝতেই পারছেন এটি একটি পেইড ব্রাউজার কিনতে হলে আপনাকে প্রায় ৪ ডলার গুনতে হবে।
এই ব্রাউজারে রয়েছে বিভিন্ন সুবিধা,রয়েছে নিজস্ব ডাউনলোড ম্যানেজার,যা যেকোন ফাইলকে অনেক গুলো অংশে ভাগ করে এক সাথে ফুল স্পীডে ডাউনলোড করে,তাছাড়া আপনার এটিকে পিসির মত করে,পিসির লে-আউটের মত করে ব্যবহার করতে পারবেন,অনলাইনে বসেই ফ্ল্যাশ গেইম গুলো খেলতে পারবেন,আর এই ব্রাউজারটি অযথা আপনার এম্বি খাবে না,কেননা এর মধ্যে রয়েছে Build InDate save-যার ফলে ৭৫% পর্যন্ত ডেটা সেভ হবে।আরো রয়েছে অনেক অনেক সুবিধা।
আর কথা বাড়াতে চাই না এখুনি নিচ থেকে ব্রাউজির টি নামিয়ে ইন্টারনেটের সাথে কানেক্ট হন পূর্ণ গতি নিয়ে।
App Name:Puffin Browser Pro
Type:Paid
Price:$4
Download Link: এখানে ক্লিক করুন,ধন্যবাদ 🙂
ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
***Download করতে কোন সমস্যা হলে Create Download Link-এ ক্লিক দিবেন,তারপরের পেইজে একটা ডাউনলোড লিঙ্ক পাবেন,সেখান ক্লিক দিলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।***
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...
আমি tt তে নতুন।
আমি এক্টা সমস্যয় পরেছি। তা হল আমার symphony w32 ফোনেটি কিছু দিন আগে রুট করে ছিলাম। ভালই গেল কিছু দিন। তার পর হটাত এক দিন ফোন টি off হল। on করার চেষ্টা করলাম কিন্তু on হল না। বেটারি খুলে তার পর অন হল।এখন প্রতি ১ ঘন্টা পর পর ফন টি অফ হয় আবার বেটারই খুলে অন করতে হয়। রিষ্টাট দিলেও হয় না।
কেও দয়া করে সাহায্য করেন প্লিজ……….