প্রথমে সালাম নিবেন।সবাই কেমন আছেন?আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন।আজ নিয়ে এলাম নতুন এক টিউন নিয়ে আশা করি সকলের ভালো লাগবে।
আমরা যারা কল রেকর্ড করেতে ভালোবাসি,তারা কল রেকর্ড করার জন্য বিভিন্ন এপ্স ব্যবহার করে থাকি,আমি নিজেও অনেক এপ্স ব্যবহার করেছি,তবে আমার কাছে একটাই বেস্ট মনে হয়েছে সেটি হলো;Automatic Call Recorder Pro.আজ নিয়ে এলাম এর সর্বশেষ ভার্সন।
এই এপের মধ্যে এমন সব ফিচার রয়েছে যা অন্য কোন কল রেকর্ডার এপে নেই।
আপনি ফোন রিসিভ করার সাথে সাথেই এটি তার মেইন কাজ অর্থাৎ রেকর্ড করার কাজ শুরু করে দিবে।আবার আপনি যখন ফোন করবেন আবারো রেকর্ড করা শুরু করে দিবে,অন্য সকলে এপের মত কষ্ট করে আর বাটনে চাপ দিতে হবে না।
তাছাড়া এটি কিন্তু কোন ফ্রী এপ নয়,এটি কিনতে হলে অবশ্যই আপনাকে ডলার গুণতে হবে।কত ডলার গুণতে হবে শুনবেন নাকি??প্রায় ৮ ডলারের মত গুণতে হবে,বিশ্বাস না হলে নিচের ছবিটি দেখে নিন।
আর কথা বাড়াতে চাইনা,এখুনি নিচ থেকে এপটি নামিয়ে ফেলুন।
App Name: Automatic Call Recorder Pro
Size:4.5MB
Type:Paid $8
Link: এখানে ক্লিক করুন,ধন্যবাদ 🙂
ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
***Download করতে কোন সমস্যা হলে Create Download Link-এ ক্লিক দিতে থাকবেন,যতক্ষন না ডাউনলোড শুরু হয়।***
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...