Clash Of Clans খেলার সময় ফোন আসলে গেইম ডাটা অফ হয়ে যায়?এখন থেকে আর এই সমস্যা হবে না।[রুট লাগবে না]
সবাই কেমন আছেন?আশা করি সকলে ভালো আছেন।
এন্ড্রয়েড এর একটি জনপ্রিয় গেইম হলোঃClash Of Clans.আমরা সবাই এই গেইম সম্পর্কে কম বেশি জানি,ছোট একটি গেইম যা সবার মাথা নষ্ট করে দিয়েছে,ছোট-বড়,যুবক বুড়ো সবাই এখন এই গেইম নিয়ে ব্যস্ত।
কিন্তু সমস্যা হয় তখন যখন হঠাত করেই কল চলে আসে,যার ফলে ডাটা অফ হয়ে যার,পাশাপাশি গেইমটি ও বন্ধ হয়ে যায়।
আবার লুট কিংবা War Attack দেয়ার সময় যদি কল আসে তাইলে তো আরো সমস্যা।তবে যাদের ডিভাইসে ললিপপ আপডেট রয়েছে,তাদেরকে এই সমস্যায় পরতে হয় না।
এখন কথা হলো যাদের ফোনে ললিপপ আপডেট নেই তারা কি করবে??চিন্তার কোন কারণ নেই,আজ এমন একটি পেইড এপ নিয়ে আসলাম,যা ইন্সটল করলে,আপনার ফোনে গেইম খেলা অবস্থায় ফোন আসলেও ডাটা অফ হবে না,আপনি আরামে খেলতে পারবেন যেকোন গেইম।তাছাড়া এটি যেহেতু প্রো ভার্সন,তাই এর মধ্যে কোন লিমিটেশন নেই।এপটির নাম হলো-L Call Pro
App Name: L Call Pro
Size:1MB
Link: এখানে ক্লিক করুন,ধন্যবাদ
***Download করতে কোন সমস্যা হলে Create Download Link-এ ক্লিক দিতে থাকবেন,যতক্ষন না ডাউনলোড শুরু হয়।***
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...