সুপ্রিয় টেকটিউনারস,
কেমন আছেন আপনার সবাই।
আশা করছি সবাই ভাল আছেন।
বিজয়ের এ মাসে আজ আপনাদের জন্যে নিয়ে আসলাম ছোট্ট একটি অ্যান্ড্রোয়েড মোবাইল অ্যাপস Bangladesh Flag Filter।
এ অ্যাপসটি এর মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রিয় ছবিতে মিশাতে পারবেন বাংলাদেশ পতাকার রং।
অ্যাপস টি ডাউনলোড করতে Google Play Store এ ভিজিট করুন, এবং সার্চ বক্সে টাইপ করুন "Bangladesh Flag Filter"
অথবা সরাসরি ভিজিট করুন - https://play.google.com/store/apps/details?id=appsforbd.lovebangladesh লিঙ্কে।
এরপর ইনস্টল বাটনে ক্লিক করে, অ্যাপস টি আপনার ফোনে ইনস্টল করে নিন।
কিভাবে আপনার ছবিতে বাংলাদেশ পতাকার রং মিশাবেন?
ইনস্টল কাজ সম্পূর্ণ হয়ে গেলে আপনার ফোনের অ্যাপস ম্যানেজার এ গিয়ে Bangladesh Flag Filter অ্যাপস টি ওপেন করুন।
অয়াপস টি ওপেন হলে Select Your Photo বাটনে ক্লিক করে আপনার পছন্দের ছবি নির্বাচন করুন, ব্যাস হয়ে গেলে আপনার কাঙ্ক্ষিত ছবিতে বাংলাদেশ পতাকার রং মিশানো, পতাকা স্টাইল সমন্বয় করতে, Adjust Flag Style চালু করে রাখুন।
বাংলাদেশ পতাকা মিশ্রিত ছবিটি আপনার ফোট গ্যালারীতে সংরক্ষণ করতে Save This Photo বাটনে ক্লিক করুন। এবং ছবিটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে Share This Photo with Friends বাটনে ক্লিক করুন।
এক নজরে দেখে নিন Bangladesh Flag Filter অ্যাপস টির কিছু স্ক্রিনশট।
এছাড়া আরও বেশ কিছু দৈনন্দিন প্রয়োজনীয় সফটওয়্যার পেতে ভিজিট করুন Apps for Bangladesh
সবাইকে বিজয় মাসের প্রীতি ও শুভেচছা। ভাল থাকুন সবাই সবসময়, আল্লাহ হাফিজ।
আমি Love Bdsobuj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Vai, zippyshare e dile valo hoito…..!