টাইটেল পড়ে হয়ত একটু অবাকই হয়ে গেছেন, তাইনা?? সবই বিস্তারিত বলছি। আশা করি সবাই উপকৃত হবেন।
আপনার পরিচিত কোন মেয়ের সেলফি দেখে হয়ত আপনি টাসকি খেয়ে যান। চিনতেই পারেন না।ভাবেন যে কীভাবে এত সুন্দর ছবি তুলল। এন্ড্রয়েডে বিভিন্ন এপস আছে যেগুলো দিয়ে ছবি তুললে আপনি নিজেকে নিজেই চিনতে পারবেন না। বাংলায় এন্ড্রয়েড সমগ্রর পক্ষ থেকে আজ আপনাদের সেই এপস গুলো সম্পর্কে জানানো হবে। জনপ্রিয় বেশ কিছু এপস আছে। যেমন - Candycam, B6 12, Youcam perfect, Youcam makeup. সবগুলো এপস এনালাইসিস করে যা বুঝলাম Youcam Perfect দিয়ে সেলফি তুললেই সবচেয়ে সুন্দর ছবি আসে। নিচের লিনক থেকে এপসটি ডাউনলোড করে নিন। এপসটি ওপেন করে মাঝখানের ক্যামেরা অপশনে চাপুন। ক্যামেরা ওপেন হলে ডান থেকে বাম দিকে স্লাইড করে Candy মোড ওপেন করুন।
(খেয়াল রাখবেন যেন আলো সরাসরি আপনার মুখে এসে পড়ে। লাইট যত বেশি হবে ছবি তত সুন্দর আসবে। সরাসরি সূর্যের আলো পরিহার করুণ।)
সেলফি তুলে আয়নার সামনে যান। আয়না আর ছবির মিল খুব কমই দেখতে পাবেন। আরও অনেক ইফেক্ট আছে। একে একে সবগুলো ট্রাই করে দেখতে পারেন কোনটা ভালো লাগে। তবে Candy ইফেক্টই সবচেয়ে ভালো। এছাড়া আগে তোলা ছবিগুলোও আপনি এই এপস দিয়ে এডিট করতে পারবেন।
এ তো গেল Youcam Perfect এর কথা। Perfect Corp এর ডেভেলপারদের মাথায় যে আরও কত ধরনের বুদ্ধি আছে সেটাই তো এখনও দেখানো হল না।
মেয়েদের এখন সেলফি তোলার জন্য মেকাপ করারও প্রয়োজন পড়ে না। Youcam Makeup দিয়ে ছবি তোলার সময়ই Makeup করে চোখের পাপড়ি বড় করে সেলফি তোলা যায়। কী অবাক হচ্ছেন?? নিচের লিনক থেকে Youcam Makeup এপসটা নামিয়ে নিয়ে একবার দেখতে পারেন। কি পরিমান কাস্টমাইজড করা সম্ভব।
আরও দুইটা এপস আছে যেটা দিয়ে ছবি এডিট করে ছবির ঝিরঝিরে ভাব দুর করা যায়। যদি ভালো সাড়া পাই তবে আরও বিস্তারিত ভাবে এবং দরকার হলে ভিডিও টিউটোরিয়াল সহ দেখানো হবে।
ধন্যবাদ সবাইকে। আর আপুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
তো আর কথা বাড়াতে চাই না,নিচ থেকে গোপন দুটি এপ ডাউনলোড করে ফেলুন,আর মেয়দের থেকে এগিয়ে থাকুন।
ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
১-লিঙ্কে ক্লিক করুন।
২-লিঙ্ক ওপেন হলে "Create Download Link" Option এ ক্লিক করুন।
৩-ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।
৪-মোবাইলের জন্য UC Browser কিংবা Default Browser ব্যবহার করুন।
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...