প্রথমে আমার সালাম নিবেন।
সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।।আমিও আল্লাহ রহমতে সকলের দোয়ায় অনেক বেশি ভালো আছি,তবে সামনে পরীক্ষা এজন্য একটু ব্যস্ত সময় কাটাচ্ছি,তাও সুযোগ পেলেই নতুন কিছু নিয়ে হাজির হই।
আজ একটি মজার টিউন নিয়ে হাজির হলাম,আশা করি সবার ভালো লাগবে।
আজ টিউনের মধ্যে যেই এপটি নিয়ে কথা বলবো এর নামঃ Flash Alerts
এই এপ ইন্সটল করলেই ফোন আসার ২ সেকেন্ড আগেই টের পেয়ে যাবন,ফোন আসার ২ সেকেন্ড আগেই ফ্লাশ লাইট জ্বলে উঠবে।
শুধু ফোন কল নয়,মেসেজ এলেও ফ্ল্যাশ লাইট জ্বলে ঊঠবে।তাছড়া রয়েছে আরো অনেক ফিচার।এইবার যে মিসকল দিবে তাকে উচিত শিক্ষা দিতে পারবেন।
তো দেরী কেন?এখুনি নিচ থেকে এপটি ডাউনলোড করে ২ সেকেন্ড আগেই জেনে নিন আগাম কলের খবর।
App Name:Flash Alerts
Size:1.5MB
Link: এখানে ক্লিক করুন,ধন্যবাদ
ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
১-লিঙ্কে ক্লিক করুন।
২-লিঙ্ক ওপেন হলে "Create Download Link" Option এ ক্লিক করুন।
৩-ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।
৪-মোবাইলের জন্য UC Browser কিংবা Default Browser ব্যবহার করুন।
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...
কি দরকার ভাই আরেকজনের টাকা নস্ট করার। একটু ভালো কিছু করেন।