প্রথমে সালাম নিবেন।আশা করি সকলে ভালো আছেন।আজ নিয়ে এলাম নতুন এক টিউন নিয়ে।
গান শুনতে কে না ভালোবাসে?? কিন্তু গান শুনার ক্ষেত্রে কেউ যদি ফ্রী প্লেয়ার দিয়ে গান শুনে,তাহলে গান শুনে খুব একটা মজা পাওয়া যায় না।
তাই অনেকে বিভিন্নি পেইড প্লেয়ার ব্যবহার করে।কিন্তু সব পেইড প্লেয়ার আবার ভালো নয়,তবে এন্ড্রয়েড এর জন্য সব থেকে জনপ্রিয় পেইড প্লেয়ার হলো-PowerAMP.তবে Poweramp চালানো এতো সহজ নেই,কেননা এটা কিছু দিন ব্যবহার এর পরই লাইসেন্স চায়,যা অনেক বিরক্তিকর।
তাই অনেক খোজাখোজি করে একটি ভালো মানের পেইড প্লেয়ার পেলাম,প্লেয়ার টি মার্কেটে নতুন এসে পুরো মার্কেট কাপিয়ে দিয়েছে,তাছাড়া এটি লাইসেন্স নিয়ে খুব একটা ঝামেলা করে না,আর এই প্লেয়ারে গান শুনার মজাই আলাদা,অনেক বেশি Bass,যা PowerAMP থেকে অনেক ভালো,আমি নিজেই টেস্ট করে দেখেছি।
তাছাড়ে এই এপে রয়েছে Lyric সুবিধা।রয়েছে নিজস্ব Sound System.
আমি জানি আপনারা অনেকেই আমার কথা বিশ্বাস করবেন না,বিশ্বাস করার কোন দরকার নেই,শুধু মাত্র একবার ইন্সটল করে গান শুনেই দেখেন।আর ভালো না লাগলে Uninstall করে ফেলুন।
তো আর বেশি কথা বাড়াতে চাই না,এখুনি নিচ থেকে এপটি ডাউনলোড করে ফেলুন।
App Name:Just Music Player Pro
Size:6MB
Version:5.3.6
Playstore Link: এখানে ক্লিক করুন,ধন্যবাদ $2.75
Direct Link: এখানে ক্লিক করুন,ধন্যবাদ
ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
১-লিঙ্কে ক্লিক করুন।
২-লিঙ্ক ওপেন হলে "Create Download Link" Option এ ক্লিক করুন।
৩-ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।
৪-মোবাইলের জন্য UC Browser কিংবা Default Browser ব্যবহার করুন।
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...