প্রথমে সালাম নিবেন।
সবাই কেমন আছেন?আশা করি সকলে ভালো আছেন।আজ নিয়ে এলাম নতুন একটি টিউন নিয়ে।আশা করি ভালো লাগবে সবার।
এতদিন ভালোই ছিলাম,কিন্তু এখন আবার চিন্তায় পরে গেলাম,শুনা যাচ্ছে এন্ড্রয়েড এর জন্য MonkeyTest,Malware সহ বিভিন্ন ভাইরাস জন্ম নিচ্ছে।ভাইরাস সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি,এটি এক ধরণের প্রোগ্রাম যা কিছু দুষ্টু লোকের মাধ্যমে সৃষ্টি হয়ে আপনার সিস্টেমে প্রবেশ করে আপনার প্রয়োজনীয় তথ্য,ফাইল,ক্রেডিট কার্ড নাম্বার সব হাতিয়ে নেয়,যার ফলে আপনাকে পরতে হয় সমস্যায়।
তাই এই সমস্যা থেকে মুক্তি পাবার জন্য অনেক ঘাটাঘাটি করলাম,যাই হোক অবশেষে একটি ভালো মানের সমাধান পেলাম।আজ এটি নিয়েই আমার টিউন।
গুগল মার্কেটে তথ প্লে স্টোরে অনেক এন্টিভাইরাস রয়েছে,সব গুলোই এক এক করে চেক করলাম,তারপর দেখলাম সব থেকে ভালো মানের একটি এন্টিভাইরাস হলোঃDr Web Antivirus.এটি একটি পেইড এন্টিভাইরাস যার মূল্য $91.58.কথায় আছে না?জিনিস যেইটা ভালো দাম তার একটু বেশি,এই এপের কাহিনিও সেইম।অনেকে আমার কথাকে ভুল মনে করতে পারেন,জি হ্যা আপনাদের ভুল মনে করার স্বাধীনতা আছে,তবে আমি অনুরোধ করবো একবার হলেও এই এপটি ব্যবহার করে দেখবেন,ভালো লাগলে আমাকে জানাবেন,আমি অনেক খুশি হবো,কেননা ভালো কিছু শেয়ারের মাঝেই আনন্দ পাওয়া যায়।
তবে আজ আপনাকে এটি ব্যবহার করতে কোন ডলার খরচ করতে হবে না,শুধু কষ্ট করে নিচ থেকে ডাউনলোড করলেই হবে।বেশি কথা বলতে চাই না এখুনি নিচ থেকে এপটি ডাউনলোড করে ফেলুন,এবং যেকোন ভাইরাসের বিরুদ্ধে রুখে দাড়ান।
App Name:Dr Web Antivirus
Type:Paid [$91.58]
Size:4.7MB
Antivirus Link: এখানে ক্লিক করুন,ধন্যবাদ
License Link: এখানে ক্লিক করুন,ধন্যবাদ
এপটি Open করার পর,লাইসেন্স চাইল SD Card থেকে লাইসেন্স ফাইলটি সিলেক্ট করে দিলেই কাজ হয়ে যাবে।
১-লিঙ্কে ক্লিক করুন।
২-লিঙ্ক ওপেন হলে "Create Download Link" Option এ ক্লিক করুন।
৩-ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।
৪-মোবাইলের জন্য UC Browser কিংবা Default Browser ব্যবহার করুন।
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...