আর নয় এম বি খরচ করে বিদেশি মেসেঞ্জার, এখন থেকে ব্যবহার করুন আমদের দেশি মেসেঞ্জার। তাও আবার কোন এম বি ছাড়াই (ফ্রীতে)। আসুন নিজের দেশকে এগিয়ে নিয়ে যাই।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাকুম, কেমন আছেন সবাই ? আশা করি নিশ্চই ভাল আছেন, আমি ও আছি আপনাদের দোয়াই ভাল।

আমরা বন্ধুর সাথে চ্যাট করার জন্য বিভিন্ন মেসেঞ্জার এর মাধ্যমে করে থাকি, কিন্তু আফসোস সেগুলা আমাদের দেশে অফ করে রেখেছে, তাতে কি আসে যাই, ঠিকই আমারা নেটওয়ার্ক এর চোখে ধুল দিয়ে চালাচ্ছি। সব ঠিক আছে তবে বাইরের দেশের পণ্যকে তাঁরা অনেক দূরে নিয়ে গেছে, বিশেষ করে আমরা।

তাঁরা যদি তাদের পণ্যকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে আমরা ক্যান পিছিয়ে থাকব, আমাদের ও কর্তব আছে আমার দেশের প্রজক্তিকে সামনে এগিয়ে নিয়ে যাব, তাই আজ আপনাদের কাসে শেয়ার করলাম আমাদের দেশের তৈরি একটি মাসেঞ্জার, যার নাম "কমেয়"।

এই মাসেঞ্জার এর ফিচার অন্যান্য মাসেঞ্জার এর ফিচার থেকে কম না, বরং আরও বেশী ভাল। সবচেয়ে বড় কথা হল, গ্রামীণ ফোন ব্যবহার কারীরা ফ্রী চালাতে পারবেন কোন মেগা বায়িট কাটবেনা, আর দেরি ক্যান চলুন তাহলে আমরা দেখি আমাদের দেশীয় মেসেঞ্জার।

প্রথমে এখান থেকে নামিয়ে নিনঃ  Comoyo_2.0.2.apk

তারপর দেখুন নিচের ফটোগুলা তাহলেই বুঝতে পারবেন, আমাদের দেশের তৈরি করা মেসেঞ্জার।

আশা করি আর বুঝতে বাকি নাই, আমাদের দেশি মেসেঞ্জারের, এবং অনেক অনেক ভাল লাগবে অন্যান্য মেসেঞ্জেয়ার এর তুলনাই। ভাল থাকবেন, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।

আল্লাহ হাফেজ।

 

নিচে আমার দেয়া কিছু টিউনের আইডি দিয়ে দিলাম আশা করি ভাল লাগবে।

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস