এন্ড্রয়েড বিজ্ঞাপনে ভরপুর?এইবার বিজ্ঞাপন খুজেই পাবেন না,পাশাপাশি এক বাইট ও খরচ হবে না,অনুমতি ছাড়া [রুট লাগবে না]

প্রথমে আমার সালাম নিবেন।

 

বিজ্ঞাপনের জ্বালায় পাগল হয়ে যাচ্ছেন,এইবার আর বিজ্ঞাপন আসবে না,অতিরিক্ত ১ বাইট ডাটা ও খরচ হবে না আপনার পারমিশন ছাড়া।[রুট ও লাগবে না]

সবাই কেমন আছেন?আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন।আজ একটি নতুন টিউন নিয়ে হাজির হলাম,আশা করি সকলের ভালো লাগবে।

আমরা আমাদের এন্ড্রয়েডে প্রতিনিয়ত বিভিন্ন এপ্স ব্যবহার করি,অনেক ক্ষেত্রেই দেখা যায় এপ্সের মধ্যে বিরক্তিকর সব বিজ্ঞাপন এসে ভরে থাকে,তাছাড়া ইন্টারনেট এর মধ্যে বিজ্ঞাপন তো রয়েছেই।তাই এই সমস্যার সমাধান এ নামলাম।

অনেক খোজ করে দেখলাম রুট User দের জন্য অনেক এপ্স রয়েছে,তাইলে আনরুট User দের কি হবে??অনেক খুজে আজ Unroot User দের জন্য একটি সমাধান নিয়ে এলাম,আশা করি সকলেই সমাধান পাবেন।

 

 

 

সমাধান টি হলোঃAdguard Premium .এটি একটি পেইড এপ,এটি ইন্সটল করার সাথে সাথেই চিরতরে সকল বিজ্ঞাপন থেকে মুক্তি পাবেন,তাছাড়া এর মধ্যে রয়েছে FireWall,যার ফলে কোন বাইট ই খরচ হবে না আপনার পারমিশন ছাড়া।

তো আর দেরী কেন?এখুনি নিচ থেকে নামিয়ে ফেলুন এপটি।

App Name:Adguard Premium

Version:2.1 [Latest/Last Update]
Link: এখানে ক্লিক করুন

প্রথম প্রকাশিতঃ আমার পেইজে

ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ

১-লিঙ্কে ক্লিক করুন।

২-লিঙ্ক ওপেন হলে "Create Download Link" Option এ ক্লিক করুন।

৩-ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।

৪-মোবাইলের জন্য UC Browser কিংবা Default Browser ব্যবহার করুন।

আমার আগের টিউনসমূহঃ

নিয়ে নিন সকল এন্টিভাইরাসের সিরিয়াল কী-লাইসেন্স [4/12/2015]

রুট নিয়ে যত কথা রুট করার যত এপ্স [মেগা টিউন]

এইবার এম্বির মেয়াদ বাড়াতে আর GP এর website এ visit করতে হবে

এইবার PDF পড়ুন,Edit করুন এবং কনভার্ট করুন Doc ফাইলে [মাত্র একটি এপ দিয়ে-মূল্য-১২,০০০ টাকা ]

পেইড Launcher এর মেগা কালেকশন [লেটেস্ট+পেইড] ১০++

নিয়ে নিন MX Player Pro এর লেটেস্ট ভার্সন v1.8.1 [ac3 supported]

এইবার নিন সব থেকে ফাস্ট,আনলিমিটেড প্রিমিয়াম ভিপিএন [স্লো হবে না-স্পীড 500mbps]

এইবার সাদাকালো ছবিকে দিন বিভিন্ন কালারফুল ইফেক্ট,সাথে থাকছে আরো অনেক প্রো ফিচার [এন্ড্রয়েড] $1.99

নিয়ে নিন সকল এন্টিভাইরাসের সিরিয়াল কী-লাইসেন্স [আপডেট-২৯/১১/২০১৫]

এইবার কার্ড-রিডার কিংবা পেন-ড্রাইব লাগানোর সাথে সাথেই বলে উঠবে “পাইছি বস”

দুনিয়ার সব থেকে ছোট এবং দামী ক্যামেরা এপ [রুট লাগবে না]

নোকিয়ার পরবর্তী কনসেপ্ট নোকিয়া সোয়ান

এন্ড্রয়েড ফোনের RAM ফ্রী এবং ব্যাটারি সেভ করার একামাত্র কার্যকারী উপায় [রুটেড ফোন এর জন্য]

তো কেমন লাগলো আমার এই টিউনটি?আশা করি ভালো লেগেছে।ভালো লেগে থাকলে কিংবা মন্দ লেগে থাকলে সকল ভালো লাগা,মন্দ লাগা জানাতে ভুলবেন না।পরবর্তীতে কি নিয়ে টিউন করা যায় তা জানাতে ভুলবেন না।আপনার মূল্যবান সময় নষ্ট করে টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ,সবাই ভালো থাকবেন,আল্লাহ হাফেজ.

Level 0

আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস