আপনার এন্ড্রয়েড ফোনেই এবার “লুডু” গেইম খেলুন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।কেমন আছেন সবাই?আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।
শীত আমাদের জাপটে আছে,যারা শহরে থাকেন তারা শীতের তীব্রতা বুঝতে না পারলেও যারা গ্রামে থাকেন তারা শীত কে ভালই উপভোগ করছেন। আর শীতের অলস সময়কে উপভোগ্য করে কাটানোর জন্য আজ আপনাদের জন্য নিয়ে এলাম "ঐতিহ্যবাহী লুডু গেইম"

ছক্কা, পুঁট,পাঞ্জা শব্দ গুলোর কথা মনে পড়ে?? সত্যি ই এ এক অন্যরকম অভিজ্ঞতা।আগে বৃষ্টির দিনে মুড়ি বানানো খেতে খেতে হুই হুল্লোড় করে লুডু খেলা, সুযোগ পেলেই "কাইন্টামি" (চুরি করা) করা হতো লুডু খেলায় :p কিন্তু এখন আর আগের মতো লুডু খেলা হয়না।একরকম হারিয়ে যেতে বসেছে এসব খেলা।কিন্তু আপনি এখন ইচ্ছা করলেই আপনার এন্ড্রয়েডে যখন তখন লুডু খেলতে পারবেন।চারজন মিলে বা শুধু আপনি আর এন্ড্রয়েড ফোন মিলে।ডেভলোপার কে সত্যি ই অনেক ধন্যবাদ এমন একটা গেইম তৈরি করার জন্য।
.
গেইম পরিচিতি
⏩গেমের নাম :Ludu
⏩ভার্সন:লেটেস্ট
⏩সাইজ:৪.৪৭ এম্বি
⏩রিকোয়ার্স :Android 2.3 & Up
.
গেম টি নিয়ে আসলে বিস্তারিত বলার অবকাশ রাখেনা।অনেক সহজ একটি গেম।জাস্ট ওপেন করে Player এ ক্লিক করে আপনার নাম, আরেক টায় ক্লিক করে Android সিলেক্ট করে দিলেই খেলতে পারবেন।বা চারজন মিলে খেলতে চাইলে চারটাই Player সিলেক্ট করে দিবেন।


●ডাউনলোড লিংক:ডাউনলোড লুডু গেইম
ডাউনলোড করতে লিংকে গিয়ে Download Now এর নীচের টিক তুলে দিয়ে সেই Download Now তে ক্লিক করবেন।অন্য কোন পেজ অপেন হলে ব্যাক করে আগের পেজে যাবেন।ডাউনলোড করার জন্য Default/Uc/Dolphin ব্রাউজার ব্যবহার করবেন।

টিউন টি ভাল লাগলে টিউমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন
টিউন টি আপনি চাইলে শেয়ার করে দিতে পারবেন।
আপনাদের টেক জগত কে সুখী ও সমৃদ্ধ করতে আমরা বদ্ধ পরিকর।তাই টেকটিউনস এর সাথেই থাকুন

Level 0

আমি আশিকুর রহমান খান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 78 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুব সাধারণ একজন মানুষ।আমি ছাত্র তাই নতুন ভাল কিছু শেখার প্রতি খুব ই ঝোঁক।নিজে যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার মাঝে অবর্ণনীয় সুখ পাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস