আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, ? আশা করি আল্লাহ আপনাদের কে ভাল রেখেছেন, আমি ও আপনাদের দোয়াই ভাল আছি। এবার আসল কথাই জাওয়া যাক।
আজ আপনাদের জন্য যে এপটি নিয়ে এসেছি, সেই এপটি আপনাদের অনেক কাজে লাগবে। কারন এখন থেকে মোবাইল পকেট থেকে বের করে পাওয়ার বাটনে ক্লিক করা লাগবে না, আপনার মোবাইলে অটোমেটিক অন হয়ে যাবে, আবার পকেটে রাখলে অটোমেটিক অফ হয়ে যাবে, তাহলে আর দেরি না করে চলুন দেখা যাক কি করে এই এপটি ব্যবহার করবেন।
প্রথমে এখান থেকে এই এপটি নামিয়ে নিনঃ Gravity Screen.apk
তারপর ইন্সটল করুন, আর নিচের ফটো লক্ষ করুন।
আশা করি ফটোতে যেভাবে ইনফর্মেশন দেয়া আছে, সেটা ভাল ভাবে বুঝতে পেরেছেন, এবার এপ টি নামিয়ে এরকম করে নিন।
এখান থেকে এই এপটি নামিয়ে নিনঃ Gravity Screen.apk
আজ তাহলে এই পর্যন্ত সবাই ভাল থাকবেন, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।
আল্লাহ হাফেজ।
নিচে আমার দেয়া কিছু গুরুত্ব পূর্ণ টিউনের আইডি দিয়ে দিলাম, আপনাদের কাজে লাগবে।
আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুধু ইন্সটল করলে তো হবে না, এপ টি ওপেন করুন। এবং সেটিং গুলা আপনার মতো করে সেট করে নিন।
তার পর হবে।
আমি ব্যাবহার করছি তো