এখন থেকে ছোট্ট একটি এপ এর মাদ্ধমে, জিপির ইচ্ছামত প্যাকেজ নিন এবং ইচ্ছা মত মেয়াদ বাড়িয়ে নিন।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাকুম, সবাই কেমন আছেন ? আশা করি ভাল আছেন। আপনাদের দোয়াই আমি ও ভাল আছি। আজ আপনাদের আমি দেখাব কি করে আপনি জিপির যে কন প্যাকেজ নিয়ে, ইচ্ছা মত মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন।

তাহলে আর দেরি কেন চলুন শুরু করা জাক।

বর্তমানে আমরা কম বেশি সকলেই নেট ব্যবহার করি, মবাইলে হক বা কম্পিউটারে হক, আমাদের ইন্টারনেট প্যাকেজ নিয়াই লাগে, কিন্তু এই প্যাকেজ গুলাতে একটা সমস্যা আসে তা হল, যদি নেট ডাটা কম হয় তাহলে আবার নেট টাইম কম, আবার দেখা যাই যদি নেট ডাটা বেশি হয় তাহলে ও আবার মেয়াদ কম, আবার যদি মেয়াদ বারাতে হয়, তাহলে টাকা বেশি করে দিতে হবে, এরকম নানান ঝামেলা। তাই এই নেট ডাটা এবং মেয়াদ আপনার নিজের মত করে নেয়ার জন্য আজ আপনাদের কাসে নিয়ে এলাম একটি এপ।

এখন চলুন কি করে ব্যবহার করবেন সেটা দেখি।

প্রথমে আপনাকে এখান থেকে এই এপটি নামিয়ে নিতে হবেঃ Flexiplan.apk

আর কন ঝামেলা নাই, এপটি ইন্সটল করার পর ওপেন করুন তারপর নিচের মত দেখুনং।

এই এপ এর মাদ্ধমে আপনি আপনার ইচ্ছা মত প্যাকেজ নিন এবং ইচ্ছা মত মেয়াদ বাড়িয়ে নিন।

আশা করি সবাই ভাল করে বুঝতে পেরেছেন। তাহলে আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন, আবার দেখা হবে নতুন কিছু টিউন নিয়ে।

আল্লাহ হাফেজ।

নিচে আমার দেয়া কিছু দেয়া গুরুত্ব পূর্ণ টিউনের লিঙ্ক দিয়ে দিলাম, আপনাদের কাজে অবশ্যই কাজে লাগবে।

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

the best apps for gp ,robi,airtel,telitalk,banglalink

https://play.google.com/store/apps/details?id=com.mrsoftbd.bdsimselfservices

BD Sim Self Services

New bug free and many feature added version released.