❄আনরুট ইউজার রা নিয়ে নিন বাটন সেভিয়ার প্রো অ্যাপ আর পাওয়ার বাটন,ব্যাক বাটন সহ সকল বাটন রাখুন একদম নিরাপদ!!❄

❄আনরুট ইউজার রা নিয়ে নিন বাটন সেভিয়ার প্রো অ্যাপ আর পাওয়ার বাটন,ব্যাক বাটন সহ সকল বাটন রাখুন একদম নিরাপদ!!❄
.

সারাদিন যে কতবার আমরা আমাদের প্রিয় এন্ড্রয়েড স্মার্টফোনের পাওয়ার বাটন চাপি তার কোন ইয়ত্তা নেই, এছাড়া হোম বাটন প্রেস করে রিসেন্ট অ্যাপ প্যানেল আনা,বারবার ব্যাক বাটনে প্রেস করা আরো কতভাবে যে আমরা এই বাটন গুলো ব্যবহার করি তার হিসাব কে রাখে!কিন্তু যখন এসব বাটন আর কাজ করেনা তখন ঈ আমাদের টনক নড়ে!কিন্তু একটু সাবধানী হলেই এই সমস্যায় পরতে হয়না।আর এইসব সমস্যা যেন না হয় তার জন্য নিয়ে নিন বাটন সেভিয়ার অ্যাপ! এতদিন শুধু রুট ইউজার দের জন্য সীমাবদ্ধ থাকলেও এখন আনরুট ইউজার রাও প্রো ফুল ভার্সন ব্যবহার করতে পারবেন।
.
বিস্তারিত :প্লেস্টোরে অ্যাপটির প্রো ভার্সন ডাউনলোড করতে হলে আপনাকে কয়েক ডলার গুণতে হবে কিন্তু আমি আপনাদের একদম ফ্রীতেই দিচ্ছি।প্লেস্টোরে অ্যাপটির রেটিং 4.5/5!!
.
━━━━━━━━━━━
●ডাউনলোড লিংক: http://tinyurl.com/z5pd5nc
সাইজ:1.8 MB
━━━━━━━━━━━
.
এটি জিপ ফাইল।যারা এখনো জিপ ফাইল ভাঙ্গাতে পারেন না tongue emoticon তারা এই অ্যাপটি  http://tinyurl.com/gs5r9e2
ইন্সটল করে ফাইলটি অপেন করলেই জিপ ফাইলটি আনজিপ হয়ে অ্যাপটি পেয়ে যাবেন smile emoticon
.

⏩অ্যাপটি ইন্সটল করে অপেন করলেই এটি কাজ করা শুরু করবে।ডান দিকে একটি বাটন শো করবে সেখানে ক্লিক করলে আপনি হোম,মেনু,ব্যাক বাটনের কাজ সহ ফোন লক করা ছাড়াও আরো বেশ কিছু কাজ করতে পারবেন

অপশন থেকে ডানদিকের ট্রিগারের লুকিং,পার্ফমেন্স এ পরিবর্তন আনতে পারবেন।এছাড়া ডান দিকের বাটন হাইড করে শুধু Swap এর মাধ্যমে বাটন সেভিয়ার ব্যবহার করতে পারবেন।অ্যাপটির সেটিং ব্যাপক তাই সেটিং থেকে ইচ্ছামতো চেঞ্জ করে নিতে পারবেন।
.
▶ট্রিগারের বিভিন্ন থিম বিল্ট ইন ভাবেই দেয়া আছে এছাড়া এক্সট্রা ভাবেও থিমপ্যাক রয়েছে যেগুলো ডাউনলোড করতে হলেও আপনাকে ডলার দিয়ে কিনতে হবে!কিন্তু আপনি চাইলে নিচে দেয়া লিংক থেকে ফ্রীতেই ডাউনলোড করে নিতে পারবেন
*বাটন সেভিয়ার থিম বক্স: http://tinyurl.com/p7qgmjz
.
ডাউনলোড করতে UC Browser দিয়ে লিংকে ঢুকেcreat Download Link এ ক্লিক করবেন।প্লেস্টোরে গেলে ব্যাকে এসে আবার Create Download এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।
.

Level 2

আমি আসা খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস