রুট নিয়ে যত কথা রুট করার যত এপ্স [মেগা টিউন]

এইবার আপনার ফোন রুট হবেই,রুট করার যত্ত এপ্স আছে,সেগুলো নিয়েই আজকের টিউন।
সবাই কেমন আছেন?আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন।আজ  এলাম নতুন এক টিউন নিয়ে,আশা করি সকলের ভালো লাগবে।
অনেকে আমাদের পেইজে বলেন এই ফোন কীভাবে রুট করবো,অই ফোন কীভাবে রুট করবো,তাই আপনাদের কথা মাথায় রেখে আজ এসে পরলাম রুট করার প্রসেস নিয়ে।
রুট কি?
রুট হলো এমন একটি মাধ্যম যা আপনাকে আপনার ফোনের সিস্টেমের মধ্যে ঢুকার অনুমুতি দেয়।যেমন ধরেন আপনি একটা বাসায় থাকেন,সেই বাসায় মাটির নিচে অনেক বড় একটা স্বর্ণের খনি আছে,কিন্তু আপনি এর ভিতরে কোনভাবেই যেতে পারছেন না,কারণ সেই খনির মুখে যেই গেইট আছে,সেটা তালা মারা,তাই ভিতরে যেতে হলে তালা ভেঙ্গে ভিতরে যেতে।রুট ও একই রকম,রুট আপনাকে আপনার ফোনের ভিতরে যাওয়ার সুযোগ করে দিবে।কিন্তু রুট না করলে আপনি যত চেষ্টাই করেন না কেন,আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না।
রুট করে লাভ টা কি?
রুট এর সম্পর্কে আর কি বলবো,রুট ছাড়া ফোন আর লবণ ছড়া তরকারি একই কথা,এন্ড্রয়েড এর আসল মজা পেতে হলে আপনাকে আপনার ফোন রুট করতেই হবে।
আসল মজা আবার কি জিনিস?আসল মজা হলো সেই মজা যার মাধ্যমে আপনি আপনার ফোনকে বিভিন্ন রূপ দিতে পারবেন,ফোনকে সাজাতে পারবেন নিজের ইচ্ছেমতো,আপনি জানেন কি?এন্ড্রয়েড এর জন্য যেসকল এপ্স তৈরী করা হয় তার বেশিরভাগ ই চালাতে রুট Access লাগে।কি চমকে গেলেন??ঘটনা কিন্তু সত্যি।যেমনঃGravity Box,Xposed Installer,Lucky Pather,Titanium Backup,আরো অনেক কিছু।
আর কাস্টম রমের কথা নতুন করে নাই বা বললাম,এক কথায় ফোনের সর্বোচ্চ পারফর্মেন্স পাওয়ার জন্য আপনার ফোনের Build-In ফার্মওয়্যার এর বদলে যেই রম ব্যবহার করা,যেই বিকল্প রম ব্যবহার করা হয়,তাকেই কাস্টম রম বলে।
রুট করলে নাকি ওয়ারেন্টি চলে যায়?
জি হ্যা রুট করলে যেমন ওয়ারেন্টি চলে ঠিক তেমনি ভাবে আনরুট করলে ওয়ারেন্টি আবার ফিরে আসে।
রুট করবো কীভাবে?
রুট করার জন্য বিভিন্ন এপ্স রয়েছে,তার মধ্য জনপ্রিয় কিছু এপ্স আজ আপনাকে দিচ্ছি,আশা করি আপনি খুব সহজেই আপনার ফোন রুট করতে পারবেন।নিচে থেকে নিয়ে নিনঃ
1-FramaRoot:
এটি রুট করার জন্য অনেক জনপ্রিয় একটি এপ।এর মূল Developer হলো XDA.এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ফোন রুট করতে পারবেন।Youtube এ এই এপ নিয়ে টিউটোরিয়াল আছে চাইলে দেখতে পারেন।super su select করে Install এ চাপ দিলেই মূলত রুট হয়ে যায়।
2-KingRoot
এটি রুট করার আরো একটি জনপ্রিয় এপ,এটি FramaRoot থেকে আরো বেশি সহজ,এটি ইন্সটল করে,রুট কিংবা Try Root এ ক্লিক করলেই আপনার ফোনটি রুট হয়ে যাবে।
3-iRoot
এটি সবার মাঝে তেমন জনপ্রিয়তা অর্জন করতে না পারলেও এটির মাধ্যমে আপনি আপনার ফোনটি রুট করতে পারবেন,এর ব্যবহার অনেকটা Kingroot এর মতই।

ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ

১-লিঙ্কে ক্লিক করুন।

২-লিঙ্ক ওপেন হলে "Create Download Link" Option এ ক্লিক করুন।

৩-ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।

৪-মোবাইলের জন্য UC Browser কিংবা Default Browser ব্যবহার করুন।

 

আমার আগের টিউনসমূহ দেখতে পারেনঃ

এইবার PDF পড়ুন,Edit করুন এবং কনভার্ট করুন Doc ফাইলে [মাত্র একটি এপ দিয়ে-মূল্য-১২,০০০ টাকা ]

পেইড Launcher এর মেগা কালেকশন [লেটেস্ট+পেইড] ১০++

নিয়ে নিন MX Player Pro এর লেটেস্ট ভার্সন v1.8.1 [ac3 supported]

এইবার নিন সব থেকে ফাস্ট,আনলিমিটেড প্রিমিয়াম ভিপিএন [স্লো হবে না-স্পীড 500mbps]

এইবার সাদাকালো ছবিকে দিন বিভিন্ন কালারফুল ইফেক্ট,সাথে থাকছে আরো অনেক প্রো ফিচার [এন্ড্রয়েড] $1.99

নিয়ে নিন সকল এন্টিভাইরাসের সিরিয়াল কী-লাইসেন্স [আপডেট-২৯/১১/২০১৫]

এইবার কার্ড-রিডার কিংবা পেন-ড্রাইব লাগানোর সাথে সাথেই বলে উঠবে “পাইছি বস”

দুনিয়ার সব থেকে ছোট এবং দামী ক্যামেরা এপ [রুট লাগবে না]

নোকিয়ার পরবর্তী কনসেপ্ট নোকিয়া সোয়ান

এন্ড্রয়েড ফোনের RAM ফ্রী এবং ব্যাটারি সেভ করার একামাত্র কার্যকারী উপায় [রুটেড ফোন এর জন্য]

 

তো কেমন লাগলো আমার এই টিউনটি?আশা করি ভালো লেগেছে।ভালো লেগে থাকলে কিংবা মন্দ লেগে থাকলে সকল ভালো লাগা,মন্দ লাগা জানাতে ভুলবেন না।পরবর্তীতে কি নিয়ে টিউন করা যায় তা জানাতে ভুলবেন না।আপনার মূল্যবান সময় নষ্ট করে টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ,সবাই ভালো থাকবেন,আল্লাহ হাফেজ.

Level 0

আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

sorry
বাংলাদেশ ও বিদেশ এর যে কোন প্রান্ত থেকে ফ্রেক্সিলোড ও বিকাশ এর ব্যবসা করতে পারবেন । বাংলাদেশে সিম ও ফেসবুক /ইয়াহু এর মাধ্যমে এবং বিদেশে ফেসবুক ও ইয়াহু মেসেন্জারের মা্ধ্যমে ব্যবসা করতে পারবেন । রেজিস্টেন করতে যোগাযোগ করুন 01840789780————————-100% উদাহরণ: ফ্রেক্সিলোড : code=gp/gpp/bl/blp/rb/rbp/at/atp/tt/ttp—–
code*number*tk*pin
ex: gp*01751…..*100*4567
bkash : bki*01751—-*2000tk*4567…………..5-15 সেকেণ্ডে এর মধ্যে টাকা চলে যাবে যে কোন নাম্বারে—-বিদেশ থেকে ফেসবুক ও ইয়াহু মেসেন্জারের মা্ধ্যমে উদাহরণ: চেটিং এর মা্ধ্যমে-আপনাদের আইডি থেকে যে কোন code আমাদের আইডিতে আসা মাএয় অটোমেটিক কাজ হবে 5-15 সেকেণ্ডে এর মধ্যে।