ES File Xplorer (এন্ডয়েড মেগা অ্যাপ রিবিউ -১)

 

 

 

 

আস্সালামু আলাইকুম।

আপনারা অনেকেই ES File Xplorer.apk ব্যবহার করেছেন/করেন। রিভিউ টি শুধুমাত্র যারা জানেননা তাদের জন্য।  দয়া করে খারাপ টিউমেন্ট করে আমাকে নিরুৎসাহিত করবেনা।

আমার দেখা & ব্যবহার করা সেরা App এর মধ্যে ES File Xplorer অন্যতম। এটি দিয়ে আপনি প্রায় ১০ টি বা তারও বেশি অ্যাপ এর কাজ করতে পারবেন। সর্বোপরি এটা একটা মেগা অ্যাপ।

★Features of - ES File Explorer:

একটি উন্নতমানের ফাইল ম্যানেজার। এই অ্যাপে বিভিন্ন স্টাইলের ভিউ অপশন & সর্টিং অপশন আছে প্রায় কম্পিউটারেরর মত।

একসাথে অনেকগুলো ফাইল বা ফোল্ডার নেম পরিবর্তন করতে পারবেন। সাথে পর্যাপ্ত অপশন।

★ফাইল বা ফোল্ডার কম্প্রেসিং (Compressing) & ডিকমপ্রেস (Decompressing), Zip / Unzip,  Rar. / Unrar. তার মানে কম্পিউটারে  Winzip এর প্রধান কাজগুলো সম্পাদন করা যাবে।

Create Zip File
ফাইল/ফোল্ডার কম্প্রেসিং

রিসাইকেল বিন (Recycle Bin) .  ES File Xplorer এ রিসাইকেল বিন অপশন আছে।  যাহার সাহায্যে ডিলিট করা ডাটাপুনরুদ্ধার করা সম্ভব। রিসাইকেল বিন অপশন ডিফল্টভাবে অফ থাকে। রিসাইকেল বিন অপশন অন করার জন্য সেটিং এ গিয়ে অন করে দিতে হবে।

ফাইল/ ফোল্ডার হাইড (Hide) করা যাবে। এবং প্রয়োজনে  আনহাইড (Unhide) করা যাবে।

★অ্যাপ এর ব্যাকআপ তৈরী করা যাবে। সেট এর  অরিজিনাল অ্যাপ এর ও ব্যাকআপ তৈরী করা যাবে।

★শেয়ার ইট এর বিকল্প অ্যাপ হিসেবে ব্যবহার করা যাবে। শেয়ার ইট যেমন ওয়াই-ফাই (WiFi) এর সাহায্য কাজ করে তেমনি ES File Xplorer ও ওয়াইফাই এর সাহয্যে কাজ করে।   ES File Xplorer দিয়ে শেয়ারিং সম্পাদন করা শেয়ার ইট এর তুলনায়একটু ঝামেলা।  যদিওবা শেয়ারইট SHAREit এর চেয়ে একটু স্পীডে কার্য সম্পাদন করতে পারে। মোটকথা একটু স্পীড, একটু ঝামেলা। কিন্তু Es File Xplorer দিয়ে একসাথে কয়েকজন কে File / Folder,  শেয়ের করা যায়।  যেটা শেয়ার ইট এর সাহায্যে সম্পাদন করা সম্ভব না।

★নির্দিষ্ট ফাইল বা ফোল্ডার Encrypt, Decrypt করা যায়।Encrypt অপশন এর সাহায্যে পাসওয়ার্ড দেওয়া যায় এবং Decrypt অপশন (option)  এর সাহায্যে পাসওয়ার্ড (Password)  খুলা যায়। 

★ডাউনলোডার হিসেবে ব্যবহার করা যায়। যদিওবা স্পীড অন্যান্য অ্যাপ এর তুলনায় কম।

★ব্রাউজার হিসেবে ব্যবহার করা যায়। স্পীড মুড অফে। স্পীড তারপরও পর্যাপ্ত।

★মিডিয়া প্লে,  ইমেজ ভিউ ইত্যাদি সম্পাদন করা যায় ইত্যাদি।

★★★★একনজরে  অ্যাপটির বৈশিষ্ট্য

  • - Recycle Bin
  • - Internet Browser & Downloder.
  • - File or Folder Hidden & Unhidden.
  • - File or Folder Encryption & Decryption.
  • - Application Backup Manager.
  • - File or Folder Comprehension & Decomprehension.
  • - Manage Wi-Fi & Bluetooth.
  • - Share File, Folder, App & Other to Other ES File Xplorer.
  • - Lot of Option About File or Folder View & Sorting.
  • - Lot of Option about File & Folder Rename.
  • - Use as Notepad of Desktop.
  • - View & Create HTML and Text File.
  • - Cloud Service etc.

প্লে স্টোর

ডাইরেক্ট ডাউনলোড

 

 

 

 

সাইজ : ৫.৬/ ৫.৭ এমবি

## টেকটিউনস এ এটি আমার প্রথম লিখা। ভুল ভ্রান্তি হলে ক্ষমার চোখে দেখবেন। অজান্তে যদি টেকটিউনস নীতিমালা ভঙ্গ করে থাকি তাহলে,  অনুগ্রহ করে একটু জানাবেন।

Level 0

আমি শরফুদ্দীন আল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস