সিরাম দরকারি একটি এন্ড্রইড এপ!!!!! এবার কেউ চুরি করে আপনার ফোনের প্যাঁটার্ন লক খুলতে গেলে ধরা পড়ে যাবে। বিশ্বাস না হলে ব্যবহার করে দেখুন।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম। সুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের টিউন, সবাই কামন আছেন ? আপনাদের দোয়াতে আমি ভাল আছি। বেশী কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই আসল কাজে।

বেশীর ভাগ আমরা আমাদের মোবাইলে প্যাঁটার্ন কোড দিতে ভালোবাসি, অনেক ফ্রেন্ড ছট ভাই বন আছে যারা আপনার মোবাইল পেলে খেঁচা খেছি শুরু করে দেই, দেখা যাই যদি প্যাঁটার্ন  লক দেয়া থাকে তাহলে না সুনেই আন্দাজি দিতে শুরু করে দেই, যার কারনে দেখা যাই কয়েক বার দিলে আপনার মোবাইল কয়েক মিনিট এর জন্য ব্লক করে দেই। এতে করে আপনার মোবাইলে এক সময় প্রবলেম হতে পারে। পড়ে দেখা যাই কোন প্রবলেম হলে কেই এই কাজ করেছে আর শিকার করতে চাইনা।

তাই এবার থেকে আর কারোর শিকার করা লাগবে না, এখন থেকে আপনি নিজেই ধরে ফেলুন অপরাধীকে, এবার চলুন দেখা যাক কি করে ধরবেন সেটা আমরা দেখে নেই।

  • ১. প্রথমে আপনাকে এখান থেকে এই এপ টি নামিয়ে নিতে হবেঃ হিডেন আই।
  • ২. এর পর এপ টি ইন্সটল করে ওপেন করুন।
  • ৩. এবার আপনি নিচের এই ফটোর মতো দেখতে পারবেন।

  • ৪. এবার অন বাটনে ক্লিক করে অ্যাক্টিভ করে রাখুন।
  • ৫. তারপর নিচের এই ফটোর মতো আসবে।

  • ৬. এবার অ্যাক্টিভেট এ ক্লিক করে রাখুন কখনো ডিএকটিভেট করবেন না।

ব্যাস কাজ শেষ এবার আপনি উল্টো পাল্টা খোলার চেষ্টা করে এবার সঠিক টা দিন, লক খুলার সাথে সাথে দেখতে পারবেন।

আপনার ফটো তুলে রেখেছে।

আজ তাহলে এই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

আল্লাহ হাফেজ।

নিচে কিছু আমার দেয়া গুরুত্ব পূর্ণ টিউনের আইডি দিয়ে দিলাম আশা করি আপনাদের কাজে দিবে।

 

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস