বিভিন্ন গানে নিজের ছবি দিতে বা নিজের নাম, ঠিকানা অ্যাড করতে কার না ভাল লাগে!এছাড়া ইডিট করা গান ব্লুটুথ বা শেয়ার ইট দিয়ে যেখানেই ট্রান্সফার করা হোক না কেন আপনার নাম বা ছবি সব জায়গাতেই শো করবে!! এ আর নতুন কি!কারণ আমরা অনেক আগে থেকেই এসব জানি এবং ব্যবহার করি।কিন্তু যারা জানেন না?
.
এছাড়াও যাদের mp3tag,itag,mp3dit দিয়ে ইডিট করতে প্রব্লেম মনে হয় বা অনেক সময় কাজ করেনা?হ্যা তাদের সকলের জন্য আজ নিয়ে আসলাম আমাদের পরিচিত Itag এর বেস্ট ভার্সন! এর মাধ্যমে সহজেই যেকোন গানে নিজের পিকচার বা অ্যালবাম নেইম,বা আরো অনেক কিছু খুব সহজেই পরিবর্তন করতে পারবেন।সবার সংগ্রহে রাখার মতো একটি অ্যাপ।সো এখনি ডাউনলোড করে নিন মাত্র ৯৮৯ কেবির অসাধারণ এই অ্যাপটি!
আমি আশিকুর রহমান খান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 78 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুব সাধারণ একজন মানুষ।আমি ছাত্র তাই নতুন ভাল কিছু শেখার প্রতি খুব ই ঝোঁক।নিজে যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার মাঝে অবর্ণনীয় সুখ পাই।
Tnx vai