আজকের মেগা টিউন- এখন থেকে যেকোন গেম খুব সহজেই হ্যাঁক করুন, নেট কানেকশন লাগবে না রুট না থাকলেও সমস্যা নেই।(ফুল টিউটোরিয়াল সহ মিস করবেন না।)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম, সবাই কামনে আছেন ? কারন আজকের টিউন এর জন্য আপনাকে ভাল থাকতে হবে। আর আমার কথা বলছেন ? হ্যাঁ আমি ও ভাল আছি, আর বেশী কথা বাড়াবোনা চলুন শুরু করি আজকের টিউন।

আজ আমি আপনাদের শেখাব কি করে যে কোন গেম হ্যাঁক করবেন। তাহলে চলুন শুরু করা যাক।

১. সর্ব প্রথম এই সফটওয়্যারটি নামিয়ে নিনঃ গেম হেকার

২. এখন আপনার ফোনে কিন্তু অবশ্যই রুট থাকা লাগবে.।

ভয় নেই যদি রুট না করা থাকে, তাহলে এই এপটি নামিয়ে নিনঃ আই রুট

৩. এবার গেম হেকার সফটওয়্যারটি ওপেন করুন এবং লাল দাগ দিয়ে মার্ক করা যায়গাই ক্লিক করুন, এখন দেখুন আপনার অ্যাপটি অটো মিনিমাইজ হয়ে গেছে।

 

৪. এবার যে গেমটা হ্যাঁক করতে চান সেই গেম টা কিছুক্ষন খেলে আল্প কিছু কয়েন ইনকাম করে নিন।

৫. আমি যেই গেম হ্যাঁক করেছি সেই গেম এর ফটো দিলাম, আর আপনি যেই গেম খেলে কয়েন জমিয়েছেন সেই গেমের কয়েন দেখেন।

 

৬. এবার আপনি যেই কয়েন করেছেন সেই কয়েন এর সংখা নিচের ফটোর মতো, গেম হাঁকের অ্যাপে খালি বক্সে লিখুন, তারপর সার্চে ক্লিক করুন, তারপর  অই বক্সে ৯৯৯৯৯৯৯৯৯ লিখে মডিফাই এ ক্লিক করুন।

 

৭. এবার আবেগ টা কমিয়ে আপনার গেম দেখুন আগে কত ছিল আর এখন কত হয়েছে।

ব্যাস এবার কাজ শেষ, আরে কই যান ??????? একটা ধন্যবাদ তো দিয়ে যান।

তাহলে সবাই ভাল থাকবেন, এবার নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের কাসে।

আল্লাহ হাফেজ।

নিচে আরও কিছু দরকারি টিউনের লিংক দিয়ে দিলাম, আপনাদের কাজে লাগবে।

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস