এখন থেকে আর কল আসলে নেট বন্ধ হবেনা, গেম খেললে খেলা বন্ধ হবেনা। এমনকি কোন দরকারি কাজ করার সময় কল আসলে ও, কাজ বন্ধ হবে না। দারুন একটি উপকারি এপ। না নিলে আসলেই বিশাল মিস করবেন।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম, শুভ রাত্রি জানিয়ে শুরু করছি আজকের টিউন। সবাই ক্যামন আছেন ? আশা করি অবশ্যই ভাল আছেন। আমি ও আপনাদের কারনে আল্লাহ ভাল রেখেছেন, এবার আসল কথাই আসি.

  • আমরা যখন নেট ইউস করি তখন যদি কারোর ফোন আসে তাহলে ইন্টারনেট লাইন অফ হয়ে যায়, কল কেটে গেলে এবার চালু হয়।
  • এবার দেখা যাই গেম খেলছেন, এই সময় কারোর ফোন আসল, তখন দেখা যাই গেম বন্ধ হয়ে গাসে, বার দেখা যাই বেশীর ভাগ সময় এবার নতুন করে গেম চালু হয়,
  • ফটো তুলছেন ঠিক অই সময় কোন কল আসলে, ক্যামেরা বন্ধ হয়ে যাই।
  • এছাড়া যে কোন কাজের সময় ফোন আসলে সেই কাজ অফ হয়ে যায়।

এই সমস্ত বিষয় কিন্তু মাথাই রক্ত উঠার মতো বিরক্তিকর, এই সমস্ত বিরক্তিকর প্রবলেম থেক রক্ষার জন্য নিয়ে এলাম একটি দারুন এপ, যার নাম হল কল হিডস।

এখন থেকে আর কোন কাজ করার সময় কল আসেল সেই কাজ বন্ধ হবে না, বরং কাজ ও চলবে এবার ফোনে কথা ও হবে। বিশ্বাস না হলে নিজেই ব্যবহার করে দেখুন।

নামানোর জন্য এই লিংকে ক্লিক করুন। CallHeads

আর নিচে কিছু ফটো দিয়ে দিলাম তাহলে বুঝতে পারবেন।

১. নেট ব্যবহার এর সময় বন্ধ হবেনা।

 

২. ফটো তোলার সময় ক্যামেরা বন্ধ হবে না।

 

৩. গেম খেলার সময় গেম অফ হবে না।

আশা করি পরিষ্কার বুঝে গেচেন, তাই আর দেরি না করে জলদি নামিয়ে ফেলুনঃ CallHeads

আজ তাহলে এই পর্যন্ত এবার দেখা হবে,

আল্লাহ হাফেজ।

নিচে আরও দরকারি টিউনএর আইডি দিয়েদিলাম, আশা করি আপনাদের কাজে আসবে।

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস