সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আজ নিয়ে এলাম একটি মজার এপ নিয়ে,আশা করি সকলের ভালো লাগবে।
এন্ড্রয়েড ফোন দিয়ে যে কত কিছু করা যায়,তা আপনার চিন্তার বাহিরে।আজ এমন একটি এপ নিয়ে আসলাম যা আপনার উপকারে আসবে,তাছাড়া এই এপ টি কিন্তু খুব বেশি জায়গায় পাওয়া যায় না।
এপটির নাম হলো Bangla Talking Battery.এই এপটি যদি আপনার ফোনে ইন্সটল করা থাকে,আর আপনার ফোনের চার্জ যখন ১৫% এ নেমে আসবে তখন এটি বলে উঠবে "বস চার্জ দিন",আবার আপনি এটা শুনার পর যখন ফোনটি চার্জে লাগাবেন তখন বলে উঠবে "বস চার্জ হচ্ছে" কোন কারনে যদি ক্যাবেলে নাড়া লেগে চার্জ বন্ধ হয়ে যায় কিংবা বিদ্যুত চলে যায় তখন বলবে "বস চার্জ হচ্ছে না"।আবার পিসির সাথে কানেক্ট করলেও আরো অনেক কিছু বলবে।এই এপটি মূলতে ব্যাটারী কে কেন্দ্র করে বানানো হয়েছে।
তো আর দেরী কেন??এখুনি নিচ থেকে এপটি নামিয়ে ফেলুন।
App Name: Bangla Talking Battery.
Size:1MB
Link: এখানে ক্লিক করুন
ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
১-লিঙ্কে ক্লিক করুন।
২-লিঙ্ক ওপেন হলে "Create Download Link" Option এ ক্লিক করুন।
৩-ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।
৪-মোবাইলের জন্য UC Browser কিংবা Default Browser ব্যবহার করুন।
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...