সবাই কেমন আছেন?আমি জানি সবাই ভালো নেই।কেননা সরকার আমাদের সকল রাজত্ব বন্ধ করে দিয়েছে।তবে আমরাও কম কিসের।আমরা তো এখন সবাই স্মার্ট।বিভিন্ন প্রক্সি,ভি পি এন ব্যবহার করে কত দেশ বিদেশ ঘুরে আসছি তাও আবার ভিসা ছারাই।আজ ভি পি এন নিয়ে নতুন এক টিউনে নামলাম আশা করি সকলের ভালো লাগবে।
যেহেতু ফেসবুক,ভাইভার,লাইন এগুলো সব বন্ধ করে দিয়েছে,তাই ভিপিএন ই আমাদের একমাত্র ভরসা।কিন্তু আমরা যেই ভিপিএন ব্যবহার করছি এগুলো কতটা নিরাপদ,আইডি কিন্তু যেকোন সময় হ্যাক হয়ে যেতে পারে।তাছাড়া সব ভিপিএন আবার ভালো না,কেননা সবুগুলাতে কোন না কোন লিমিটেশন আছে,আবার কোনটা অনেক অনেক বেশি স্লো।
আজ এমন একটি পেইড ভিপিএন নিয়ে এলাম মূলতে হ্যাকার রা এই ভিপিএন ব্যবহার করে থাকে,কেননা হ্যাকারদের চাই বেশি স্পীড,আর আনলিমিটেড সব কিছু,আজ যেটি নিয়ে আসলাম এটি হলো ঃ Very Fast Premium VPN & Proxy.নামের সাথে যেহেতু প্রিমিয়াম আছে সেহেতু বুঝতেই পারছেন এটি একটি পেইড ভিপিএন।
চলুন দেখে নেয়া যাক কি কি আছে এই ভিপিএন এঃ
কেমন লাগলো??নিশ্চই খারাপ লাগে নাই,তো আর দেরী কেন এখুনি নিচ থেকে ভিপিএন টি নামিয়ে রকেট নিয়ে প্রবেশ করুন ইন্টারনেট জগতে।
App Name: Very Fast Premium VPN & Proxy
Size:7MB
Link: এখানে ক্লিক করুন
ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
১-লিঙ্কে ক্লিক করুন।
২-লিঙ্ক ওপেন হলে "Create Download Link" Option এ ক্লিক করুন।
৩-ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।
৪-মোবাইলের জন্য UC Browser কিংবা Default Browser ব্যবহার করুন।
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...
thanks…….