সবাই কেমন আছন? আশা করি সকলে ভালো আছেন।আজ নিয়ে এলাম নতুন একটি পেইড এপ নিয়ে,আশা করছি সকলের ভালো লাগবে।
সেই পুরানো দিনের কথা মনে আছে?যখন কাল্র কিংবা রঙ্গিন ছবির কথা চিন্তাই করা যেতো না,সাদাকালো ছবি ছাড়া কোন গতি ছিলো না।
কেমন হয় যদি সাদা কালো ছবিকে দেয়া যায় যায় মনের মত কালারফুল ইফেক্ট?কি কল্পনা মনে হচ্ছে?নাকি মিথ্যা মনে হচ্ছে।
এখন আর কল্পনার জগতে বাস করলে চলবে না,আজ আপনাদের এন্ড্রয়েডের জন্য এমন একটি পেইড এপ নিয়ে আসলাম যার মাধ্যমে সাদাকালো ছবিকে দিতে পারবেন বিভিন্ন কালারফুল ইফেক্ট,আপনি নিজেই চমকে উঠবেন।
এপটির নাম হলোঃ Color Splash Effect Pro.নামের শেষে যেহতু প্রো যুক্ত আছে,সেহেতুই বুঝতেই পারছেন এটি একটি পেইড ভার্সন,কিনতে হলে অবশ্যই আপনাকে ডলার গুণতে হবে,তবে কোন টেনশন নিয়েন না,কেননা আজ এপটি দিচ্ছি সম্পূর্ণ ফ্রীতে।
এবার আপনি নিজেই হয়ে যান প্রফেশনাল ফটোগ্রাফার।।
App Name: Color Splash Effect Pro
Size: 19MB
Version:1.8.0
PlayStore Link: এখানে ক্লিক করুন। $1.99
Free Download Link: এখানে ক্লিক করুন [ফ্রী]
ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
১-লিঙ্কে ক্লিক করুন।
২-লিঙ্ক ওপেন হলে "Create Download Link" Option এ ক্লিক করুন।
৩-ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।
৪-মোবাইলের জন্য UC Browser কিংবা Default Browser ব্যবহার করুন।
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...