আসসালামু আলাইকুম। সবাই ক্যামন আছেন? আশাকরি আল্লাহর রহমতে ভালই আছেন। আমিও আপনাদের দোয়াই ভাল আছি।
এবার আসল কথাই আসি, আমার এন্ড্রইড মোবাইলে কাওকে এসএমএস পাঠাতে গেলে অথবা কোন ইনফর্মেশন লিখতে গেলে, সব মোবাইলে টেক্সট স্টাইল একি ধরনের, কোন মোবাইলে ফন্ট স্টাইল পরিবর্তন করা যাই না।
শুধু মাত্র স্যামসাঙ মোবাইলে পরিবর্তন করা যায়, তা এবার সুধুমাত্র ডিসপ্লে ফন্ট স্টাইল পরিবর্তন করা যাই।
তাই এবার আপনাদের জন্য নিয়ে এলেম একটি এন্ড্রইড এপপস, যার মাধ্যমে আপনি এবার যেকোনো টেক্সট লিখতে গেলে আপনি আপনার মতো করে ফন্ট পরিবর্তন করতে পারবেন।
কি করে করবেন বলছি আগে, এখান থেকে এপপসটি নামিয়েনিনঃ টেক্সট ফন্ট স্টাইল।
তারপর ইন্সটল করুন, এবার নিচের ফটো গুল ফলো করুন।
এখানে কীবোর্ড সিম্বলে ক্লিক করুন,
এখানে দেখুন অনেক ধরনের ফন্ট আছে, এবার নিজের মতো করে স্টাইল করে লিখুন।
আজ তাহলে এই পর্যন্ত সবাই ভাল থাকবেন এবার দেখা হবে নতু কোন টিউন নিয়ে।
আল্লাহ হাফেজ।
নিচে কিছু টিউনের আইডি দিলাম, দেখে নিবেন যদি ভাল লাগে।
আপনার কম্পিউটার এর উইন্ডোস ভারি হয়ে গেলে কি করে তা আবার হালকা করবেন।
আর USD $ নয়, এবার অনলাইন থেকে আয় করুন EURO € খুব সহজেই
এবার আপনার স্বপ্নের ব্যাখ্যা আপনি নিজেই কি করে করবেন
বাংলা ধাঁধাঁ.apk
এবার মাথা নষ্ট করা, ক্যামেরায় জুম দিন একটি এন্ডরইড সফটওয়্যার দিয়ে
যারা উইন্ডোজ ১০ bootable করতে পারছেন না, তারা ২ মিনিট একটু কষ্ট করে এদিকে আসুন।
এবার আপনার মোবাইলে কম্পিউটার এর মত ভিডিও দেখুন, সাথে নিজের ইচ্ছা মত মোবাইলে অন্য কাজ করুন।
যারা না দেখে এবং খুব দ্রুত ইংলিশে টাইপ করতে পারেন না, তাদের জন্য আজকের টিউন।
প্রাই হাজারের মত লিংক নিয়ে নিন।
এন্ডরইড অ্যাসিস্ট্যান্ট ১.৫ মেগাবাই এর সম্পূর্ণ আপডেট ভার্সন, পুর মাথা নষ্ট করার মত ফিচার
যারা ফেসবুক হ্যাকিং, এস কিউ এল হ্যাকিং, ডাটাবেজ হ্যাকিং শিখতে চান, তাঁরা এদিকে আসুন।
এবার মোবাইলে ভুল করে কিছু ডিলিট হয়েগেলে আর আফসোস করা লাগবেনা।
এবার আপনার পিসি থেক বিপদজনক সফটওয়্যার কে রেমুভ করে, আপনার পিসি কে খতিগ্রস্থ থেকে রক্ষা করুন
এবার মাখ্রাজ সহ সহিহ ভাবে উচ্চারণ করে কোরআন শিখুন।
আর এখানে অখানে ফানি স্টিকার না খুজে, নিয়েনিন সব স্টিকার মাত্র ছোট্ট একটি এপসে।
আপনার ৩জি স্পীড ৫০% বাড়িয়ে নিন।
কিভাবে লক করা ফোল্ডার ভেঙ্গে আপনার বাক্তিগত ডাটা উদ্ধার করবেন, এক মিনিটের মধ্যে শিখে যান।।
আপনার মোবাইলে কি পাসওয়ার্ড দেওয়া ? সেই মোবাইলে কি কেও ভুলভাল দিয়ে খোলার চেষ্টা করেছে ?।
আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নাইস