“নামাজ আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত”, তাই মুসলিম ভায়দের প্রতি লক্ষ করে বলছি কেউ এড়িয়ে যাবেন না-আপনার নামাজ কি পুরনাঙ্গ ভাবে সহিহ হয় ? না হলে একটু এদিকে আসুন, ১০টা মিনিটএর জন্য।

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম আমার মুসলিম ভায়েরা, আশা করি আল্লাহ আপনাদেরকে ভাল রেখেছেন, এবং আপনাদের দোয়াতে আল্লাহ পাক আমাকে ও ভাল রেখেছেন।

আমাদের ধর্ম ইসলাম, আর ইসলামের ৫ টি স্তম্ভ=

১. কালেমা

২. নামাজ

৩. রোজা

৪. হজ্জ

৫. জাকাত

এই ৫ টির মদ্ধে আমরা নামাজ নিয়ে আলোচনা করবো, নামাজ আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় ইবাদাত। আর এই নামজ প্রত্যেক মুসলমানের উপর ফরজ।

কুরআন এবং হাদিসে নামাজ নিয়ে আনেক আলোচনা করা হয়েছে, তা আপনারা কম বেশী সবায় জানেন।

আর নামজের আলোচনা এখানে করী শেষ করা সম্ভাব নয়। তাই আমি আর বেশী কথা বললাম না, কিন্তু আমার আজ শিখবো কি করে সঠিক নিয়মে নামাজ পড়া যায়।

প্রথমে আপনি এই এন্ড্রয়েড আপসটি নামিয়ে নিন। পুরনাঙ্গ নামাজ শিক্ষা.apk

 

 

 

এই সফটওয়্যারটির মধ্যে আপনি পাবেনঃ

* পবিত্রতার বিবরণ।

* আজানের বিবারন। 

* পরিপূর্ণ নামাজ শিক্ষা।

* নামাজের সময়সূচি।

* দিক নির্ণয়ের জন্য কম্পাস।

* প্রয়োজনীয় সুরা, উচ্চারন সহ।

* গুরুত্বপূর্ণ হাদিস সমূহ।

* কিছু গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও তার উত্তর।

* দৈনন্দিন জরুরী মাসআলা।

* আরও আনেক কিছু। 

তাই আসুন আমরা নামাজ সহিহ সুদ্ধ ভাবে আদায় করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমিন

আজ তাহলে এই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

আল্লাহ হাফেজ।

নিছে কিছু গুরুত্বপূর্ণ টিউনের আইডি দিয়ে দিলাম, আশা করি কাজে লাগবে দেখে নিবেন।

এবার মাখ্রাজ সহ সহিহ ভাবে উচ্চারণ করে কোরআন শিখুন।

আপনার কম্পিউটার এর উইন্ডোস ভারি হয়ে গেলে কি করে তা আবার হালকা করবেন।

আর USD $ নয়, এবার অনলাইন থেকে আয় করুন EURO € খুব সহজেই

এবার আপনার স্বপ্নের ব্যাখ্যা আপনি নিজেই কি করে করবেন

বাংলা ধাঁধাঁ.apk

এবার মাথা নষ্ট করা, ক্যামেরায় জুম দিন একটি এন্ডরইড সফটওয়্যার দিয়ে

একের ভিতর সব।

যারা উইন্ডোজ ১০ bootable করতে পারছেন না, তারা ২ মিনিট একটু কষ্ট করে এদিকে আসুন।

এবার কম্পিউটার চালু রেখে নিশ্চিন্তে যেখান খুশী সেখানে চলে যান, যদি মনে চাই হারায় যান, পিসি নিজের মতো করে ঘুমাই পরবে।

এবার আপনার মোবাইলে কম্পিউটার এর মত ভিডিও দেখুন, সাথে নিজের ইচ্ছা মত মোবাইলে অন্য কাজ করুন।

যারা না দেখে এবং খুব দ্রুত ইংলিশে টাইপ করতে পারেন না, তাদের জন্য আজকের টিউন।

প্রাই হাজারের মত লিংক নিয়ে নিন।

ফটো টিউমেন্ট নিয়ে নিন ২০১৫

এন্ডরইড অ্যাসিস্ট্যান্ট ১.৫ মেগাবাই এর সম্পূর্ণ আপডেট ভার্সন, পুর মাথা নষ্ট করার মত ফিচার

যারা ফেসবুক হ্যাকিং, এস কিউ এল হ্যাকিং, ডাটাবেজ হ্যাকিং শিখতে চান, তাঁরা এদিকে আসুন।

এবার মোবাইলে ভুল করে কিছু ডিলিট হয়েগেলে আর আফসোস করা লাগবেনা।

এবার আপনার পিসি থেক বিপদজনক সফটওয়্যার কে রেমুভ করে, আপনার পিসি কে খতিগ্রস্থ থেকে রক্ষা করুন

আর এখানে অখানে ফানি স্টিকার না খুজে, নিয়েনিন সব স্টিকার মাত্র ছোট্ট একটি এপসে।

আপনার ৩জি স্পীড ৫০% বাড়িয়ে নিন।

কিভাবে লক করা ফোল্ডার ভেঙ্গে আপনার বাক্তিগত ডাটা উদ্ধার করবেন, এক মিনিটের মধ্যে শিখে যান।।

আর কষ্ট করে সময় দেখার জন্য মোবাইল অন করা লাগবে না। এখন থেকে মোবাইলের ঘড়ি আপনাকে বলে দিবে এখন কত বাজে।

আপনার মোবাইলে কি পাসওয়ার্ড দেওয়া ? সেই মোবাইলে কি কেও ভুলভাল দিয়ে খোলার চেষ্টা করেছে ?।

ফেসবুক এর জন্য অনেক ভিপিএন চালিয়েছেন। এখন থেকে ভিপিএন ছাড়াই সুপার ফার্স্ট স্পীডে আপনার মোবাইলে ফেসবুক চালান।

 

 

 

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক কাজের