সবাই কেমন আছেন, না থাকলেও অবশ্য সমস্যা নেই, কারন আমি আপনাদের এখন মন ভাল করেদিতে আসেছি।আর তাহলে নিশ্চয় বুঝতে পারছেন যে আমি ও কতটা ভাল আছি বা আল্লাহ আমাকে ভাল রেখেছেন। তাহলে চলুন আসলে কাহিনিতে যাওয়া যাক।
আমার বন্ধুদের সাথে কোন কিছুতে চ্যাট করার সময় স্টিকার খুজে বেড়াই, কোনটা দিলে বেশী হাসির হবে, বা বেশী মজা পাওয়া যাবে। তাই এধরনে স্টিকার প্রয়োজন হয়। সেই প্রয়োজন মেটাতে আপনাদের কাছে নিয়ে এলাম একটি বাংলা স্টিকার এর এপস। যা আপনার আনেক ভাল লাগবে এবং মন ভাল হয়ে যাবে।
তাই আর দেরি না করে এক্ষনি নামিয়ে নিন। সফটওয়্যারটি নামানোর জন্য এইল লিংকে ক্লিক করুনঃ বাংলা স্টিকার
হয়ত বিষয়টা পরিষ্কার করে বুঝলেন না, নিচের ফটটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কি জিনিষ।
আশা করি এবার ভাল ভাবে বুঝতে পেরেছেন।
তাহলে আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন জান আমি ও ভাল থাকি, তাহলে আবার নতুন করে কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারব।
আল্লাহ হাফেজ।
নিচে কিছু টিউনের আইডি দিয়ে দিলাম দেখেনিবেন যদি আপনার কোনও কাজে লাগে।
আপনার কম্পিউটার এর উইন্ডোস ভারি হয়ে গেলে কি করে তা আবার হালকা করবেন।
আর USD $ নয়,এবার অনলাইন থেকে আয় করুন EURO € খুব সহজেই
এবার আপনার স্বপ্নের ব্যাখ্যা আপনি নিজেই কি করে করবেন
এবার মাথা নষ্ট করা, ক্যামেরায় জুম দিন একটি এন্ডরইড সফটওয়্যার দিয়ে।
যারা উইন্ডোজ ১০ bootable করতে পারছেন না, তারা ২ মিনিট একটু কষ্ট করে এদিকে আসুন।
এবার কম্পিউটার চালু রেখে নিশ্চিন্তে যেখান খুশী সেখানে চলে যান, যদি মনে চাই হারিয়ে যান।
যারা না দেখে এবং খুব দ্রুত ইংলিশে টাইপ করতে পারেন না, তাদের জন্য আজকের টিউন।
প্রাই হাজারের মত লিংক নিয়ে নিন।
এন্ডরইড অ্যাসিস্ট্যান্ট ১.৫ মেগাবাই এর সম্পূর্ণ আপডেট ভার্সন
যারা ফেসবুক হ্যাকিং, এস কিউ এল হ্যাকিং, ডাটাবেজ হ্যাকিং শিখতে চান, তাঁরা এদিকে আসুন।
এবার মোবাইলে ভুল করে কিছু ডিলিট হয়েগেলে আর আফসোস করা লাগবেনা।
আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks