আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভাল আছেন ? আর ভাল থাকেন এটাই চাই। যাই হোক বেশী কথা না বলে আসল কথাই জাওয়া যাক।
আমরা দৈনন্দিন মোবাইল ইউস করার সময় দেখা যায় আনেক ফাইল বাছাই করতে যেয়ে, কিছু গুরুত্বপূর্ণ ফাইল ভুলকরে ডিলিট হয়ে যাই, কিন্তু পিসির মতো রিসাইকেল বিন থেকে ফিরত আনাজাইনা। মানে পিসিতে যদি কোন ফাইল ডিলিট হয়ে যাই তাহলে ফিরত আনা যাই রিসাইকেল বিন থেকে, কিন্তু মোবাইল আনেক উন্নতি হলেও রিসাইকেল বিন নিয়ে কোন কাজ হয়নাই। যার কারনে আমাদের আনেক প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেম এর সমধান নিয়ে আজ আপনাদের কাছে আসা।
আজ আপনাদের সামনে নিয়ে এলাম একটি রিসাইকেল বিন সফটওয়্যার, তাই এখন ভুল করে কিছু ডিলিট হয়ে গেলেও আর চিন্তা নেই। ফিরিয়ে আনুন পিসির মতো রিসাইকেল বিন থেকে।
সফটওয়্যারটি নামানোর জন্য এইল লিংকে ক্লিক করুনঃরিসাইকেল বিন
আপনাদের সুবিধার্থে কিছু ফটো দিলাম, পশন্দ হল ডিলিট করে নিবেন।
তাহলে আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন, আবার দেখা হবে কোন এক নতুন টিউন নিয়ে।
আল্লাহ হাফেজ।
আপনার কম্পিউটার এর উইন্ডোস ভারি হয়ে হালকা করে ফেলুন
আর USD $ নয়, এবার অনলাইন থেকে আয় করুন EURO € খুব সহজেই
এবার নিজের স্বপ্নের ব্যাখ্যা নিজেই করুন।
এবার জুম দিয়ে আপনার কামেরার পিক্সেল এর বাধ ভেঙ্গে দিন।
যারা উইন্ডোজ ১০ bootable করতে পারছেন না, তারা ২ মিনিট একটু কষ্ট করে এদিকে আসুন। একদম সহজ,
এবার কম্পিউটার চালু রেখে নিশ্চিন্তে যেখান খুশী সেখানে হারাই যান।
এবার আপনার মোবাইলে কম্পিউটার এর মত ভিডিও দেখুন, সাথে নিজের ইচ্ছা মত মোবাইলে অন্য কাজ করুন।
যারা না দেখে এবং খুব দ্রুত ইংলিশে টাইপ করতে পারেন না, তাদের জন্য আজকের টিউন।
প্রাই হাজারের মত লিংক নিয়ে নিন।
এন্ডরইড অ্যাসিস্ট্যান্ট ১.৫ মেগাবাই এর সম্পূর্ণ আপডেট ভার্সন, পুর মাথা নষ্ট করার মত ফিচার
যারা ফেসবুক হ্যাকিং, এস কিউ এল হ্যাকিং, ডাটাবেজ হ্যাকিং সহ আরও আনেক বিষয়ে হ্যাকিং শিখতে চান, তাঁরা এদিকে আসুন।
আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।