❄নিয়ে নিন সেলফি তোলার জন্য সেরা একটি ক্যামেরা ও ফটো ইডিটর অ্যাপ❄

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।কেমন আছেন সবাই?আশা করি আল্লাহর রহমতে সবাই ভআআল আছেন।আমিও আল্লাহর রহমত ও আপনাদের দুয়ায় ভাল আছি।আজ আপনাদের জন্য একটি ক্যামেরা অ্যাপ নিয়ে হাজির হয়েছি।

স্মার্টফোন +সেলফি বর্তমান সময়ের কমন একটি ব্যাপার হয়ে দাড়িয়েছে।স্মার্টফোন ব্যবহার করেন অথচ সখ করেও কখনো সেল্ফি তুলেন নি এমন মানুষ নেই।সেল্ফি তোলার জন্য অনেক ক্যামেরা অ্যাপ থাকলেও এই অ্যাপটিই সেরা এবং বর্তমানে এটি বেশ জনপ্রিয়তাও অর্জন করেছে।এটি ওল্ড ভার্সন।নতুন আপডেট ভার্সন আর এটির মআআঝে কমম্পেয়ার করে কএএন জানি সব মিলিয়ে এই ভার্সন টিকেই ভাল মনে হলো।যাদের
সংগ্রহে অ্যাপ টি এখনো নেই তারা সংগ্রহে রাখতে পারেন।

.
◎অ্যাপ পরিচিতি:
⏩অ্যাপের নাম:Candy Camera
⏩ভার্সন:1.5 (Old & Best Version Till Now)
⏩সাইজ:২২ এম্বি +
⏩রিকোয়ারমেন্টস:Android 2.3+
.

আর সব ক্যামেরা থেকে এই অ্যাপটির বিশেষত্ব হলো এটির সেল্ফি তোলার ক্ষমতা আর এর ফিল্টারসমূহ। এছাড়া ব্যাক ক্যামেরা দিয়েও ছবি তুলতে পারবেন।ছবি তোলার পর এই ক্যামেরা অ্যাপ দিয়েই সেটি ইডিট করে অসাধারণ সব ইফেক্ট,ফিল্টার এড করতে পারবেন।অর্থাৎ অ্যাপটি ফটো ইডিটর হিসেবেও কাজ করবে!!সো এখনি নিচের লিংক থেকে ডাউনলোড করে ব্যবহার করে দেখুন নিজেই প্রমাণ পেয়ে যাবেন।

.━━━━━━━━━━━━━
ডাউনলোড লিংক: https://tr.im/1cRED
.━━━━━━━━━━━━━

UC Browser দিয়ে লিংকে ঢুকে Create Download Link এ ক্লিক করুন।প্লেস্টোরে গেলে বা অন্য ট্যাপ অপেন হলে ব্যাকে এসে আবার Create Download এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।
.
টিউন টি ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না।
আমাদের সাথেই থাকুন।ধন্যবাদ
#ARK

Level 0

আমি আশিকুর রহমান খান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 78 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুব সাধারণ একজন মানুষ।আমি ছাত্র তাই নতুন ভাল কিছু শেখার প্রতি খুব ই ঝোঁক।নিজে যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার মাঝে অবর্ণনীয় সুখ পাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস