এইবার ভিডিও ইডিট হবে আরো বেশি বেশি।সাথে থাকছে প্রো এপ [মোড-লেটেস্ট]
সবাই কেমন আছেন??আশা করি ভালো আছেন।
সবাই তো এখন কম বেশি ছবি তুলে,ছবি ইডিট করে,কিন্তু শুধু এগুলো নিয়ে পরে থাকলেই হবে?একটু কষ্ট করে Youtube থেকে ঘুরে আসুন,আর দেখে ফেলুন মানুষ ভিডিও ইডিট করে কত কি বানাচ্ছে,আর টাকা কামচ্ছে।
কিন্তু ভালোমানের ভিডিও ইডিট করার জন্য চাই ভালো মানের পিসি এবং এপ্স।সবার তো আর পিসি কেনার সামর্থ্য নেই।
তাই এবার ভিডিও ইডিটের কাজ শুরু করুন এন্ড্রয়েড দিয়েই।এন্ড্রয়েডের জন্য অনেক ধরণের ভিডিও এপ্স রয়েছে।তবে সবগুলো ভালো নয়।আজ আপনাদের জন্য যেটি নিয়ে আসলাম এটি সব থেকে আলাদা এবং আমার অনেক প্রিয় একটা এপ,যার মাধ্যমে আমি অনেক গুলো ভিডিও খুব সহজেই বিভিন্ন ইফেক্ট সহ ইডিট করেছি।
এপটির নাম হলো VivaVideo Pro....নামের শেষে যেহেতু Pro শব্দটি আছে,সেহেতু বুঝতেই পারছেন এটি একটি পেইড Video Editing App.এর মাধ্যমে আপনি খুব সহজেই বিভিন্ন ভিডিও ইডিট করতে পারবেন,ভিডিও তে যুক্ত করতে পারবেন বিভিন্ন টেক্সট,ইফেক্ট,কার্টুন,সহ আরো অনেক কিছু।
প্রথমেই বলেছি এটি একটি Paid App,তাছাড়া এটি একটি Mod ভার্সন,যার ফলে এর মধ্যে নেই কোন বিজ্ঞাপনের ঝামেলা,নেই কোন লিমিটেশন,তাছাড়া প্লে-স্টোর যদি আপনার ফোনে না থাকে তাহলেও আপনি এই এপটি চালাতে পারবেন।
তো আর দেরী কেন??? এখুনি নিচ থেকে নামিয়ে ফেলুন এপটি।আর হয়ে যান প্রফেশনাল ভিডিও মেকার!
App Name: VivaVideo Pro
Version:4.4.9 [Mod]
Size:31.8MB
Link: এখানে ক্লিক করুন।
ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
১-লিঙ্কে ক্লিক করুন।
২-লিঙ্ক ওপেন হলে "Create Download Link" Option এ ক্লিক করুন।
৩-ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।
৪-মোবাইলের জন্য UC Browser কিংবা Default Browser ব্যবহার করুন।
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...