আসসালামু আলাইকুম
সবাই ক্যামন আছেন, জানি ভাল আছেন, আর আল্লাহর এর কাছে সেটাই বলি জান ভাল থাকেন। সাথে আমাকে ও ভাল রাখুক।আমিন।
এবার আসল কথাই আসা যাক, না ওইটাও আসল কথা, তবে যে উদ্দেশ্যে লিখতে বসা সেই আসল কথা। তাহলে চলুন শুরু করা যাক, আজ আপনাদের সামনে নিয়ে এলাম এমন একটা ভিডিও প্লেয়ার, যেই প্লেয়ার এর মাধ্যমে আপনি কম্পিউটার এর মত ভিডিও দেখতে পারবেন,
কম্পিউটারে যেমনি ভাবে আপনি একসাথে ভিডিও দেখতে পারেন বার পাশাপাশি অন্য কাজ ও করতে পারেন। ঠিক তেমনি ভাবে আপনি এবার আপনি মোবাইলে ও ভিডিও দেখার পাশাপাশি, আপনি আপনার পছন্দ মত যে কোন কাজ করতে পারবেন। এছাড়া যেরকম খুশী জুম দিতে পারবেন।
যদি আমার কথা বিশ্বাস না হয়ে থাকে তাহলে প্লেয়ার টি ডাউনলোড করে দেখুন।
ডাউনলোড লিঙ্কঃPlayer
তবে পিসির মত দেখতে হলে, আপনাকে ভিডিও টি প্লে করে আপনার মোবাইল এর হোম বাটন ক্লিক করুন,
ব্যাস কাজ শেষ, এবার আপনার যেখানে খুশী সেখানে প্লেয়ার টি রেখে, ভিডিও দেখুন, এবং অন্য কাজ করুন।
তাহলে আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন,
আল্লাহ হাফেজ।
আর USD $ নয়, এবার অনলাইন থেকে আয় করুন EURO € খুব সহজেই
বাংলা ধাঁধাঁ.apk
এবার মাথা নষ্ট করা, ক্যামেরায় জুম দিন একটি এন্ডরইড সফটওয়্যার দিয়ে, যদি মাথা নষ্ট না হয় তাহলে গালি দিয়ে যেয়েন।
আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।